বাগেরহাটে বিশ্ব ভোক্তা অধিকার দিবস পালিত

স্টাফ রিপোর্টার

আপডেট : ১০:০৫ পিএম, বৃহস্পতিবার, ১৫ মার্চ ২০১৮ | ৫১২

“ডিজিটাল বাজার ব্যবস্থায় অধিকার- সচ্ছতা ও ন্যায্যতা নিশ্চিতকরণ” প্রতিপাদ্যকে সামনে রেখে বাগেরহাটে বিশ্ব ভোক্তা অধিকার দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে র‌্যালীটি বের হয়ে জেলা প্রশাসকের কার্যালয় প্রদক্ষিন করে। পরে বাগেরহাট জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে দিবসটি উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, জেলা প্রশাসক তপন কুমার বিশ্বাস, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মামুন উল হাসান, বাগেরহাট স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক জহিরুল ইসলাম, ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তরের সহকারী পরিচালক নাজমুন নাহার, জেলা বাজার কর্মকর্তা সুজাত হোসেন খান, ক্যাব বাগেরহাট এর সভাপতি বাবুল সরদার প্রমুখ। বক্তারা ভোক্তা অধিকার আইন যথাযথ ভাবে মেনে চলার জন্য সকলের প্রতি আহবান জানান।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
  • নির্বাচিত