মোরেলগঞ্জে মাদাসা মাঠে পানি, এ্যাসেম্বলী বারান্দায়,খেলাধূলা বন্ধ

মেহেদী হাসান লিপন,মোরেলগঞ্জ

আপডেট : ০৮:৪৯ পিএম, বৃহস্পতিবার, ১৮ আগস্ট ২০২২ | ৪০০

মোরেলগঞ্জ উপজেলার নিশানবাড়িয়া ইউনিয়নের এইচভিএস হাজী নূরউদ্দিন দাখিল মাদ্রাসা মাঠে পানি জমে থাকায় বারান্দায় শিক্ষার্থীদের এ্যাসেম্বলী করতে হচ্ছে। খেলাধূলার জন্য মাঠ ব্যবহার করতে পারছেনা শিক্ষার্থীরা । ব্যাহত হচ্ছে শিক্ষা কার্যক্রম।

১৯৮৩ সালে এ প্রতিষ্ঠানটি বারইখালী খালের তীরবর্তী ভাষানদল- হোগলপাতি গ্রামে অবস্থিত। প্রতিষ্ঠা লগ্ন থেকে সুনামের সাথে পরিচালিত হচ্ছে এ প্রতিষ্ঠানটি। ইতোমধ্যে মাদ্রাসাটি ৪তলা ভবনের জন্য সরকারিভাবে তালিকাভূক্ত হয়েছে। এ মাদ্রাসার পাশেই রয়েছে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়, একটি মাধ্যমিক বিদ্যালয়, মসজিদ, হেফজখানা। প্রয়োজনে এসব প্রতিষ্ঠানও মাদ্রাসার মাঠ ব্যবহার করে আসছে। বাৎসরিক তাফসির মাহফিল হয় এ মাঠে।


কিন্তু বর্ষা মৌসুম সহ অতিরিক্ত জোয়ারের পানি, পূর্ণিমা ও অমাবস্যার তীথিতে মাঠে পানি ঢুকে সৃষ্টি হয় জলাবদ্ধতা। শুরু হয় শিক্ষাথীসহ এলাকাবাসীর দুর্ভোগ। সেই সাথে মাদ্রাসা সংলগ্ন তেতুলবাড়িয়া-মোরেলগঞ্জগামী রাস্তাটিও ডুবে যায়। সেজন্যও শিক্ষাথী, মোটরযান ও এলাকাবাসির দুর্র্ভোগ পোহাতে হয়।


দশম শ্রেণীর লামিয়া আকতার, নবম শ্রেণীর তানজিলা , অষ্টম শ্রেণীর নাদীয়া,সপ্তম শ্রেণীর হাবিবা আকতার জানায়, মাঠে পানি জমে থাকায় তারা খেলাধূলা করতে পারছেনা। বারান্দায় এ্যাসেম্বলী করতে হয়।

মাদ্রাসার সুপার শেখ আব্দুল লতিফ, সহ-সুপার মেহেদী হাসান ও সহকারি শিক্ষক জাহিদুল ইসলাম লিপন বলেন, মাদ্রাসার এ মাঠটি ভরাট করা হলে জলাবদ্ধতা নিরসন হবে। ফিরে আসবে শিক্ষার সুষ্ঠু পরিবেশ ।


উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. আবদুল হান্নান জানান, মাদ্রাসার এ সমস্যা সমাধানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করে ব্যবস্থা গ্রহন করা হবে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
  • নির্বাচিত