সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা এ. কে. এম. এ. আউয়াল

জামায়াত-বিএনপি আলাদা হওয়ার যত নাটকই করুক না কেন তাদের কোন ষড়যন্ত্রই সফল হবে না

পিরোজপুর প্রতিনিধি

আপডেট : ০৯:০০ পিএম, মঙ্গলবার, ৩০ আগস্ট ২০২২ | ৪১৭

‘জামায়াত-বিএনপি আলাদা হওয়ার যত নাটকই করুক না কেন তাদের কোন ষড়যন্ত্রই সফল হবে না। আওয়ামী লীগের নেতাকর্মীরা তাদের সকল ষড়যন্ত্র প্রতিহত করবে। জামায়াত-বিএনপি আলাদা দল হলেও তাদের উভয়ের চরিত্র একই। আগামী নির্বাচন বর্তমান সরকারের অধীনেই হবে এবং জনগণ উন্নয়নের সরকার আওয়ামী লীগকেই ভোট দিয়ে আবার ক্ষমতায় আনবে। সোমবার ২৯ (আগষ্ট) বিকেলে পিরোজপুরের নাজিরপুর উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী অংগসংগঠনের আয়োজনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে জেলা আওয়ামীলীগের সভাপতি ও সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব এ. কে. এম. এ. আউয়াল এসব কথা বলেন।
নাজিরপুর উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি মনিন্দ্রনাথ মজুমদারের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, পিরোজপুর পৌর মেয়র ও জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আলহাজ্ব মোঃ হাবিবুর রহমান মালেক, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট এম এ হাকিম হাওলাদার, জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক এ্যাডভোকেট কানাই লাল বিশ্বাস, পিরোজপুর সদর উপজেলা চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আলহাজ্ব মুজিবুর রহমান খালেক, জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক জিয়াউল আহসান গাজী, দপ্তর সম্পাদক শেখ ফিরোজ আহমেদ সহ আরো অনেকে।
এসময় জেলা, বিভিন্ন উপজেলা ও পৌর আওয়ামীলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ, শ্রমিকলীগ, কৃষকলীগ ও ছাত্রলীগের অন্যান্য নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। সভার সঞ্চালনা করেন, নাজিরপুর উপজেলা যুবলীগের সভাপতি এম খোকন গাজী। পরে ১৫ ই আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ তাঁর পরিবারের সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
  • নির্বাচিত