মোংলায় উপমন্ত্রী হাবিবুন নাহার

নিজেরা ঐক্যবদ্ধ থাকলে কেউই ধর্মীয় সম্প্রীতিতে ব্যাঘাত ঘটাতে পারবেনা

মাসুদ রানা,মোংলা 

আপডেট : ১০:৩৫ পিএম, বৃহস্পতিবার, ২২ সেপ্টেম্বর ২০২২ | ৩৬৪

নিজেরা ঐক্যবদ্ধ থাকলে কেউই ধর্মীয় সম্প্রীতিতে ব্যাঘাত ঘটাতে পারবেনা। নিজেদের এলাকার সম্প্রীতি নিজেদের বজায় রাখতে হবে। জনগণের উপর ভরসা রাখি। সাম্প্রদায়িক সম্প্রীতিতে কোন সমস্যা হবে বলে বিশ্বাস করিনা। সাধারণ মানুষ সমাজের ভালো চায়। সম্প্রীতি যাতে বিঘ্নিত না হয় সে বিষয়ে সতর্ক থাকবেন। নিজেরা সুসংগঠিত থাকবেন। ২২ সেপ্টেম্বর বৃহস্পতিবার বিকেলে উপজেলা পরিষদের সামনে মোংলা উপজেলা সামাজিক সম্প্রীতি কমিটি ও দি হাঙ্গার প্রোজেক্ট বাংলাদেশ’র ব্রেভ প্রকল্পের আয়োজনে সম্প্রীতি সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপমন্ত্রী বেগম হাবিবুন নাহার এমপি একথা বলেন।
বৃহস্পতিবার বিকেল ৪টায় সম্প্রীতি সমাবেশে সভাপতিত্ব করেন, উপজেলা সামাজিক সম্প্রীতি কমিটির সভাপতি উপজেলা নির্বাহি অফিসার কমলেশ মজুমদার। সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান আবু তাহের হাওলাদার, সহকারি পুলিশ সুপার মো. আসিফ ইকবাল, উপজেলা আওয়ামীলীগের সভাপতি শিক্ষাবিদ সুনীল কুমার বিশ্বাস থানা অফিসার ইনচার্জ মোহাম্মাদ মনিরুল ইসলাম ও সুশাসনের জন্য নাগরিক সুজন মোংলার সাধারণ সম্পাদক মো. নূর আলম শেখ।
এছাড়া অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, মোংলা সরকারি কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) কুৃবের চন্দ্র মন্ডল, সরকারি টি এ ফারুক স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আবু সাইদ খান, মাওলানা আইয়ুব আলী, পুজা উদযাপন পরিষদের সভাপতি পীযুষ কান্তি মজুমদার, সাধারণ সম্পাদক ইউপি চেয়ারম্যান উদয় শংকর বিশ্বা,স খ্রিষ্টিয় সেবক দলের যোশেফ সরকার, দি হাঙ্গার প্রোজেক্ট বাংলাদেশ’র ব্রেভ প্রকল্পের উপজেলা সমন্বয়কারী কাজী মিজানুর রহমান প্রমূখ।
সমাবেশে সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহি অফিসার কমলেশ মজুমদার বলেন মোংলায় সর্বদা সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় আছে। আশা করছি সবার সহযোগিতায় আসন্ন দুর্গা পূজা ”ধর্ম যার যার, উৎসব সবার” এই নীতিতেই বরাবরের মতো মোংলাতে উৎসাহ-উদ্দীপনার সাথে পালিত হবে।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
  • নির্বাচিত