কাস্টমস এজেন্ট এসোসিয়েশনের নিজেস্ব অফিসে কার্যক্রম শুরু

মোংরা প্রতিনিধি

আপডেট : ০৫:১১ পিএম, বুধবার, ১২ অক্টোবর ২০২২ | ৫৮৯

বন্দর সৃষ্টির দীর্ঘ ৭২ বছর পর মোংলা বন্দর ভবনে নিজেস্ব অফিস কার্যলয় এই প্রথম চালু হলো মোংলা কাস্টমস এজেন্টস এসোসিয়েশনের কার্যক্রম। বুধবার (১২ অক্টোবর) দুপুরে মোংলা বন্দরের ট্রাফিক ভবনে নতুন এ অফিসের শুভ উদ্ধোধন করেন মোংলা কাস্টমস হাউজের কমিশনার মোহাম্মদ নেয়াজুর রহমান।


বন্দর সুত্রে জানায়, পদ্মা সেতু চালু হওয়ায় দেশীী-বিদেশী বানিজ্যিক জাহাজের আগামন বেড়েছে মোংলা বন্দরে। সড়ক পথে ঢাকার সাথে এ বন্দরের দুরত্ব কম হওয়ায় অর্থ ও সময় দুটোই সাশ্রয় হবে ব্যাবসায়ীদের। তাই ব্যাবসায়ীদের সাথে কাস্টমস’র সরকারী রাজস্ব ও আমদানী রপ্তানী পন্যের খালাস-বোঝাইয়ের একটি গুরুত্বপুর্ন সর্ম্পক রয়েছে। ইতি পুর্বে মোংলা কাস্টমস এজেন্টস এসোসিয়েশনের অফিস ছিল খুলনায়। অনেক সময় ব্যাবসায়ীদের অফিসিয়ালী কাগজ পত্রের কার্যক্রম চালাতে হতো খুলনা যেয়ে। তাই মোংলা কাস্টমস এজেন্টস এসোসিয়েশনের নিজেস্ব অফিস হওয়ায় দেশী-বিদেশী আমদানী-রপ্তানী বানিজ্যে আরও এক দাপ এগিয়ে গেলো মোংলা সমুদ্র বন্দর।


নতুন এ অফিস উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, মোংলা কাস্টমস্ এজেন্ট এসোসিয়েশনের সভাপতি সুলতান আহম্মদ খান, সাধারন সম্পাদক ও বাগেরহাট চেম্বারের সভাপতি শেখ লিয়াকত হোসেন, মোংলা কাস্টমস হাউজের যুগ্ন কমিশনার মাহফুজ আহম্মেদ সহ আরো অনেকে।


উদ্ধোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, কাস্টমস এজেন্ট এসোসিয়েশনের কার্যক্রম মোংলায় স্থান্তরের ফলে আমদানী-রপ্তানী কার্যক্রের গতি আরো বৃদ্ধি পাবে। একই সাথে মোংলা বন্দরের মাধ্যমে দেশের রাজ্বস্ব আয় বৃদ্ধির পাশাপাশী এ বন্দরে বানিজ্যিকভাবে আগ্রহী হবে বিভিন্ন অঞ্চলের ব্যাবসায়ীরা।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
  • নির্বাচিত