রামপালে জেলা পরিষদ সদস্য হলেন প্রিন্স 

রামপাল প্রতিনিধি

আপডেট : ০৬:৫০ পিএম, সোমবার, ১৭ অক্টোবর ২০২২ | ৬০৯

সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে শেষ হাসিটা হেসেছেন রামপাল উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক শেখ মনির আহমেদ প্রিন্স। বাগেরহাট জেলা পরিষদ নির্বাচনে ৬ নং ওয়ার্ড (রামপাল উপজেলা) এ উৎসবমুখর পরিবেশে ও শান্তিপূর্ণভাবে নির্বাচন সম্পন্ন হয়েছে। উপজেলা অডিটোরিয়ামে সোমবার সকাল ৯ টা থেকে দুপুর ২ টা পর্যন্ত একটানা ভোট গ্রহণ করা হয়েছে। এখানে সাধারণ সদস্য পদে ৩ জন ও সংরক্ষিত নারী আসনে ২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। তালা প্রতীক নিয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন শেখ মনির আহমেদ প্রিন্স, টিউবওয়েল প্রতীক নিয়ে লড়ছেন সাবেক জেলা পরিষদ সদস্য অসিত বরণ কুন্ডু ও হাতি প্রতীক নিয়ে লড়ছেন সাবেক আওয়ামী লীগ নেতা মো. গোলাম আজম। নারী আসেন প্রতিদ্বন্দ্বিতা করেন হরিণ প্রতীক নিয়ে লড়ছেন অ্যাডভোকেট শরিফা হেমায়েত ও ফুটবল প্রতীক নিয়ে লড়ছেন অঞ্জলী রানী দাস। মনির আহমেদ প্রিন্স ভোট পেয়েছেন ৫৮ টি। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সাবেক জেলা পরিষদ সদস্য অসিত বরন কুন্ডু পেয়েছেন ৪১ ভোট। অপর প্রার্থী গোলাম আজম পেয়েছেন ৩৩ ভোট।

নারী আসনে অ্যাডভোকেট শরীফা পেয়েছেন ১০৬ ভোট পেয়ে এগিয়ে রয়েছেন। তার একমাত্র প্রতিদ্বন্দ্বী প্রার্থী অঞ্জলী রানী দাস পেয়েছেন ২৬ ভোট। নির্বাচনে প্রিজাইডিং অফিসারের দায়িত্ব পালন করেন মো. শাহিনুর রহমান। এ সময় নির্বাহী ম্যাজিস্ট্রেটের দায়িত্ব পালন করেন রামপাল উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নাজিবুল আলম ও সহকারী কমিশনার (ভূমি) শেখ সালাউদ্দিন দিপু। আইন শৃঙ্খলা রক্ষায় দায়িত্ব পালন করেন এডিশনাল এসপি ( ক্রাইম এন্ড অবস্ ) রাসেলুর রহমান, রামপাল থানার ওসি মোহাম্মদ সামসুদ্দীন, ওসি (তদন্ত) রাধেশ্যম এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বিভিন্ন বাহিনীর সদস্যরা। এসময় উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত বিপুল সংখ্যক উৎসুক জনতা ও আওয়ামী লীগ দলীয় নেতা কর্মীরা।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
  • নির্বাচিত