বাংলাদেশ সরকারি মাধ্যমিক শিক্ষক সমিতি

বাগেরহাটে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

স্টাফ রির্পোটার

আপডেট : ০১:৪৪ পিএম, বুধবার, ২৭ সেপ্টেম্বর ২০১৭ | ৭৭৩

বাগেরহাটে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক/শিক্ষিকাদের ৭ দফা দাবী বাস্তবায়নের জন্য কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসাবে মানববন্ধন ও জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করেছেন বাংলাদেশ সরকারি মাধ্যমিক শিক্ষক সমিতি (বাসমাশিক) বাগেরহাট জেলা শাখার নেতৃবৃন্দ। বুধবার সকালে বাগেরহাট জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে ঘন্টাব্যাপি এ মানববন্ধন কর্মসূচী পালিত হয়। পরে অতিরিক্ত জেলা প্রশাসক মামুন উল হাসানের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করা হয়। মানববন্ধনে বক্তারা বলেন, সহকারী শিক্ষকদের ৭ম গ্রেডে বকেয়া ২য় টাইম স্কেল, ৮ম গ্রেডে বকেয়া প্রথম টাইম স্কেল এবং ৯ম গ্রেডে বকেয়া সিলেকশন গ্রেড প্রদান করতে হবে। সহকারী প্রধান শিক্ষক/শিক্ষিকা ও সহকারী জেলা শিক্ষা অফিসারের প্রায় ৫২০টি শূণ্য পদে পদোন্নতির প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে। সহকারী শিক্ষকদের শূণ্যপদে দ্রুত নিয়োগের ব্যবস্থা গ্রহনসহ সেসিপ প্রকল্পসহ মাধ্যমিক শিক্ষা সংশ্লিষ্ট অন্যান্য প্রকল্পে সহকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকদের পদায়ন করাসহ ৭ দফা দাবী বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আমাদের এ আন্দোলন চলবে। মানববন্ধনে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, শিক্ষক মোঃ আঃ মতিন হাওলাদার, শেখ মোঃ আমজাদ হুসাইন, অজিত কুমার পাল, শেখ মুজিবুর রহমান, মোঃ শহীদুল হক, তাপস কুমার দাস, মোঃ সেলিম সরদার, লায়লা রুকসানা কুসুম, এসএম হাসানুর রহমান, মোঃ শামীম হাসান, দিপন বিশ্বাস প্রমুখ।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
  • নির্বাচিত