“স্মার্ট ফকিরহাট বিনির্মাণে”

ফকিরহাটে শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালি ও সেমিনার

পি কে অলোক,ফকিরহাট

আপডেট : ০৫:০৮ পিএম, বৃহস্পতিবার, ২৭ অক্টোবর ২০২২ | ৩১৯

ফকিরহাট উপজেলাকে স্মাট ফকিরহাট উপজেলা বিনির্মাণে ব্যপক উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে শিক্ষক দিবস-২০২২ পালিত হয়েছে। এ উপলক্ষে র‌্যালি ও সেমিনার অনুষ্ঠিত হয়েছে। ‘শিক্ষকদের হাত ধরেই শিক্ষা ব্যবস্থার রুপান্তর শুরু’ এই শ্লোগানকে সামনে তুলে ধরে বৃহস্পতিবার (২৭ অক্টোবর) বেলা ১১টায় উপজেলা অডিটোরিয়াম চত্ত্বর থেকে ঢাক-ঢোল বাজনার তালে তালে র‌্যালি শুরু করে উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়। পরে স্মার্ট ফকিরহাট বিনির্মাণে শিক্ষকদের ভূমিকা শীর্ষক এক সেমিনার অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মনোয়ার হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি স্বপন দাশ। অনুষ্ঠানে মুল প্রবন্ধ উপস্থাপক ছিলেন অনুষ্ঠানের সম্মানিত অতিথি খুলনা বিশ্ববিদ্যালয়ের ট্রেজার ও বিশিষ্ট কলামিষ্ট অমিত রায় চৌধুরী। এতে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শেখ মোস্তাহিদ সুজা, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সেখ ফিরোজ আহম্মেদ ও প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আশীষ কুমার নন্দী।


উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার মো. আছাদুজ্জামান ও শেখ হেলাল উদ্দিন কলেজের অধ্যক্ষ বটু গোপাল দাশ এর যৌথ সঞ্চালনা এতে আরো বক্তৃতা করেন, অধ্যক্ষ শেখ মশারেফ হোসেন, নীহার কান্তি ফোজদার, মোঃ মুজিবুর রহমান, শিক্ষক মল্লিক আব্দুর সাত্তার, মাওলানা মোঃ মিজানুর রহমান, এবিএম আব্দুল মান্নান, শিক্ষক মোঃ নাজমুল হুদা ও শিক্ষিকা বিথি রানী সরকার। অনুষ্ঠান শেষে শিক্ষকদের মাঝে ক্রেষ্ট বিতরণ করা হয়। অনুষ্ঠানের আয়োজন করেন ফকিরহাট উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর। এসময় বিভিন্ন সরকারী কর্মকর্তা, শিক্ষক, শিক্ষার্থী ও গণমাধ্যম কর্মিবৃন্দরা উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
  • নির্বাচিত