২৩জন জেলে উদ্ধার

পরিবারের লোকজন জানতো তারা কেউ বেঁচে নেই !

মাসুদ রানা,মোংলা 

আপডেট : ০৯:০৩ পিএম, বৃহস্পতিবার, ২৭ অক্টোবর ২০২২ | ৩১৭

ঘর্নিঝড় ‘সিত্রাংয়ে’র কবলে পড়ে বঙ্গোপসাগরে ডুবে যায় ‘এফবি জেসমিন’ নামে একটি ফিশিং ট্রলার। এসময় প্রাণ বাঁচাতে ওই ট্রলারে থাকা নিজেদের ব্যবহৃত প্লাস্টিকের ড্রাম নিয়ে উত্তাল সাগরে ঝাঁপিয়ে পড়েন বিপদগ্রস্থ ২৩জন জেলে। ঝড়ের মধ্যেই ভাসতে থাকেন তারা। এ দৃশ্য তখন আকাশ থেকে দেখতে পায় ভারতের টহলরত একটি বিমান। মুহুর্তে তাদের বাঁচাতে লাইফ জ্যাকেট ছুড়ে দেওয়া হয়। পরে ভারতীয় কোস্টগার্ডের জাহাজ ‘ভিজয়া’ এসে তাদের উদ্ধার করে। উদ্ধার হওয়া এসব জেলেদের বাড়ী বাংলাদেশের ভোলা জেলায়। ঘটনা গত মঙ্গলবার (২৫ অক্টোবর) ঝড়ের রাতের।
তবে ঝড়ের কবলে পড়া এসব জেলেদের গত দু’দিনেও হদিস না পাওয়ায় স্বজনরা ভেবেছিলো তারা কেউ বেঁচে নাই! কারণ স্বজনরাই কেবল জানত তারা সাগরে গেছে মাছ ধরতে। কিন্তু এর পরের ঘটনাতো সিনেমার দৃশ্যকেও হার মানিয়েছে।
কোস্টগার্ড পশ্চিমজোনের (মোংলা সদর দপ্তর) স্টাফ অফিসার (অপারেশন) লেফটেন্যান্ট কমান্ডার মোঃ মহিউদ্দিন জামান, বৃহস্পতিবার (২৭ অক্টোবর) সন্ধ্যা ৭টায় জানায়, এসব জেলেদের মোংলা কোস্টগার্ড ষ্টেশনে আনা হয়েছে। তাদেরকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কমলেশ মজুমদারের মধ্যস্থতায় পরিবারের কাছে হস্তন্তর করা হয়েছে।
এর আগে এদিন দুপুরে সমুদ্র থেকে উদ্ধার হওয়া এসব জেলেদের বাংলাদেশ-ভারত সমুদ্রসীমার শূণ্য রেখায় বাংলাদেশের কোস্টগার্ডের জাহাজ ‘স্বাধীন বাংলায়’ হস্তান্তর করে ভারতীয় কোস্টগার্ড। এসব জেলেদের বরাত দিয়ে কোস্টগার্ড কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার মোঃ মহিউদ্দিন জামান আরও বলেন, 'গত মঙ্গলবার (২৫ অক্টোবর) ঝড়ের কবলে পড়ে তাদের ফিশিং ট্রলার ‘এফবি জেসমিন’ সাগরে ডুবে যায়। এসময় ট্রলারে থাকা তাদের ব্যবহৃত প্লাস্টিকের ড্রাম নিয়ে সমুদ্রে ঝাঁপিয়ে পড়েন জেলেরা। ভাসতে ভাসতে তারা বাংলাদেশের সীমানা পেরিয়ে ভারতে ঢুকে পড়েন। পরে তাদেরকে ভারতের কোস্টগার্ডের সদস্যরা উদ্ধার করেন। তারা এখন সুস্থ আছেন'।
এদিকে স্বজনরা ভেবেছিল তারা কেউ বেঁচে নেই। মঙ্গলবার সেই স্বজনদের কাছে হস্তান্তরের সময় চোখের পানিতে মোংলা কোস্টগার্ড ষ্টেশনে এক হৃদয়বিদাড়ক পরিবেশের তৈরী হয়।
উদ্ধার হওয়া জেলে মোঃ রাকিব হোসেন (২০) বলেন, 'মাছ ধরা নিষেধাজ্ঞা জেনেও পেটের দায়ে সাগরে গিয়েছি, সংসারে অভাব কি করবো বলেন! এরপরেতো ঝড়ের কবলে পড়ে বাঁচার আশা ছেড়ে দিয়েছিলাম'!
ভাইকে কাছে পেয়ে ভোলার চরফ্যাশন থেকে আসা আবেগ আপ্লুত হয়ে পড়েন ফরিদ উদ্দিন। এসময় তিনি বলেন, 'সংসারে অভাবের তাড়নায় তার ভাই ফরহাদ হোসেন(২৫) কে মাছ ধরতে পাঠাই। এরপরে ঝড়ের খবর শুনে পরিবারের সবাই কান্নাকাটি শুরু করে দিয়েছিল। ভেবেছিলাম ভাই মনে হয় বেঁচে নাই। পরে কোস্টগার্ড থেকে খবর পাই ভাই বেঁচে আছে। এজন্য তাকে নিতে এসেছি'।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কমলেশ মজুমদার বলেন, 'ঝড়ের কবলে পড়ে উত্তাল সমুদ্রে পড়ে যাওয়া জেলেদের বেঁচে ফিরে আসার বিষয়টি অলৌকিক। আমার কাছে এটা একটা নতুন অভিজ্ঞতার বিষয়। বিষয়টিকে সবাইকে মানবিক হিসেবে দেখা উচিত। তবে সাগরে যাওয়া প্রত্যেক জেলেদের লাইফ জ্যাকেট নিয়ে যাওয়া উচিৎ ছিল বলেও জানান তিনি'।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
  • নির্বাচিত