ফকিরহাটে ৫টি কেন্দ্রে এইচএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত

ফকিরহাট  প্রতিনিধি

আপডেট : ০৮:০০ পিএম, রোববার, ৬ নভেম্বর ২০২২ | ৩০১

ফকিরহাট উপজেলার ৫টি কেন্দ্র ও ভেন্যুতে-২০২২ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়েছে। রোববার (৬ই নভেম্বর) সকাল ১১টায় শুরু হওয়া পরীক্ষা কেন্দ্রগুলোতে নকলমুক্ত ও উৎসবমূখর পরিবেশে শিক্ষার্থীরা পরীক্ষা দিয়েছে।

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সেখ ফিরোজ আহম্মেদ জানান, উপজেলায় ৫টি কেন্দ্র ও ভেন্যুতে এইসএসসি ও সমমানের মোট ১হাজার ৩৮৮ জন পরীক্ষার্থী অংশ নিয়েছে। বেলা ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত ও দুপুর ২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত দুই শিফটে পরীক্ষা অনুষ্ঠিত হবে। তবে প্রথম দিনের বিকালের বিএম শাখার পরীক্ষা বোর্ড স্থগিত করেছে বলেও তিনি জানান।

চলমান পরীক্ষার কেন্দ্রগুলো পরিদর্শন করে সন্তোষ প্রকাশ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মনোয়ার হোসেন। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বিধান কান্তি হালদার, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা, সংশ্লিষ্ট কর্মকর্তাগণ।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মনোয়ার হোসেন বলেন, বোর্ড ও জেলা প্রশাসক মহোদয়ের নির্দেশনা অনুযায়ী পরীক্ষার জন্য ম্যাজিস্ট্রেট নিয়োগ করা হয়েছে। নকল মুক্ত পরীক্ষা অনুষ্ঠিত হওয়ায় কোন শিক্ষার্থী বহিস্কৃত হয়নি।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
  • নির্বাচিত