বাগেরহাটে ডিজিটাল সেন্টারের এক যুগ পূর্তি উদযাপন

ইউডিসি থেকে অতি সহজে, কমখরচে ২৭০ প্রকার সেবা পাচ্ছেন গ্রামীন মানুষ

স্টাফ রিপোর্টার

আপডেট : ০৮:৫৭ পিএম, শনিবার, ১২ নভেম্বর ২০২২ | ৫২৮

“ইউনিয়ন ডিজিটাল সেন্টার (ইউডিসি) থেকে মানুষ এখন ২৭০ প্রকার অনলাইন সেবা পাচ্ছেন। মাননীয় প্রধানমন্ত্রী ২০১০ সালের ১১ নভেম্বর দেশব্যাপী ডিজিটাল সেন্টরের উদ্বোধনের সময় উদ্যোক্তাদের উদ্দেশ্যে বলেছিলেন, ‘ডিজিটাল সন্তান’। সত্যি আজ উন্নত বাংলাদেশের অন্যতম কারিগর ইউনিয়ন ও পৌরসভা পর্যায়ে যারা উদ্যোক্তা হিসেবে অনলাইন সহযোগীতা করে মানুষের সেবা দিচ্ছেন। ইউডিসিতে এখন অসংখ্য মানুষ সেবা নিতে আসছেন। তাই প্রত্যেক উদ্যোক্তাকে আন্তরিকতার সাথে মানুষের সেবা দিতে হবে। সেবাসমূহের তালিকা প্রতিটি কেন্দ্রে টাঙ্গীয়ে রাখতে হবে। সততার সাথে কাজ করলে নিজ জীবন-যাপনও উন্নত হবে।’’

শনিবার দুপুরে ‘ডিজিটাল সেন্টার, জনগণের দোরগোড়ায় সেবা’এর এক যুগ পূর্তি উদযাপন উপলক্ষ্যে অনুষ্টিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে বাগেরহাটের জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুর রহমান এ কথা বলেন। এর আগে একযুগ পূর্তির কেক কাটা হয়।


অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. শাহিনুজ্জামানের সভাপতিত্বে এ আলোচনা সভায় আরও বক্তব্য দেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) খোন্দকার মোহাম্মদ রিজাউল করিম, নির্বাহী হাকিম রাকিব হাসান, রোহান সরকার, অনুজা মন্ডল, প্রোগ্রামার শফিকুল ইসলাম, সহকারী প্রোগ্রামার আসাদুজ্জামান, ডিস্ট্রিক পলিসি ফোরামের সভাপতি বাবুল সরদার, প্রেস ক্লাবের প্রাক্তন সম্পাদক আলী আকবর টুটুল, উদ্যোক্তা তিন্নি আক্তার, রবিউল ইসলাম, সনিয়া আক্তার, সোহেল আহম্মেদ, মোস্তাফিজুর রহমান জুয়েল, শরীফুল ইসলাম প্রমুখ।


প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক আরও বলেন, 'ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে প্রতিটি ইউনিয়নের ডিজিটাল উদ্যোক্তাগণ হলেন সরকারের মাঠ পর্যায়ের অত্যন্ত গুরুত্বপুর্ণ সহযোদ্ধা। তাদের সহযোগিতায় গ্রাম পর্যায়ে সরকারের বিভিন্ন সরকারি সেবাসমূহ খুব সহজে, কম খরচে ও দ্রুততম সময়ের মাধ্যমে জনগণের দোড়গোড়ায় পৌঁছে দেওয়া সম্ভব হচ্ছে।’ কোন মানুষ সেবা নিতে এসে যাতে কষ্ট ও ভোগান্তির শিকার না হয় সেদিকে নজর দিতে তিনি উদ্যোক্তাদের প্রতি আহবান জানান।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
  • নির্বাচিত