বাগেরহাটে  আন্তর্জাতিক দুর্নীতি প্রতিরোধ দিবস পালিত

স্টাফ রিপোর্টার

আপডেট : ১১:০৮ পিএম, শুক্রবার, ৯ ডিসেম্বর ২০২২ | ৪০২

বাগেরহাটে ব্যাপক আয়োজনে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালিত হয়েছে। শুক্রবার সকাল থেকে বিকেল পর্যন্ত জেলা প্রশাসন, দুদক, টিআইবি-সনাক, ডিস্ট্রিক পলিসি ফোরাম, মহিলা পরিষদ, বাঁধন, নারীপক্ষ-সহ বিভিন্ন প্রতিষ্টান ও সংগঠনের উদ্যোগে দিবসটি পালিত হয়।

সকাল ৮টায় বাগেরহাট জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে জাতীয় পতাকা উত্তোলন, বেলুন ও পায়রা উড়িয়ে দিবসটির কার্যক্রমের শুভ সূচনা করেন জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুর রহমান। এরপর র‌্যালী, মানববন্ধন ও আলোচনাসভা অনুষ্টিত হয়। মানববন্ধনে জেলার সকল সরকারি দপ্তরের কর্মকর্তারা স্ব স্ব ব্যানার নিয়ে অংশগ্রহণ করেন। এসময় বিভিন্ন সংগঠন ও শিক্ষা প্রতিষ্ঠানের সহস্রাধিক মানুষ উপস্থিত ছিলেন।

দুর্নীতি দমন কমিশন বাগেরহাট জেলা কার্যালয়ের উপ-পরিচালক মোঃ শাহরিয়ার জামিলের সভাপতিত্বে অনুষ্টিত আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, অতিরিক্ত জেলা প্রশাসক হাফিজ আল আসাদ, অতিরিক্ত পুলিশ সুপার রাসেলুর রহমান, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি এ্যাড. কাজী জাহাঙ্গীর হোসেন, এ্যাড. মিলন কুমার ব্যানার্জী, অধ্যাপক মোজাফ্ফর হোসেন, অধ্যাপক আ: রব চৌধুরী, এ্যাড: রামকৃষ্ণ বসু, রিজিয়া পারভীন, বাবুল সরদার, মঞ্জুরুল হাসান মিলন, আম্বিয়া খাতুন প্রমুখ।

বক্তারা বলেন, দুর্ণীতি স্বাধীনতার চেতনার বিরোধী। দুর্ণীতি অগ্রগতির পথে বাঁধা। দুর্ণীতি প্রতিরোধে আইনের কঠোর প্রয়োগের পাশাপাশি পরিবার থেকে সোচ্চার হতে হবে। এক্ষেত্রে প্রতিটি শিক্ষা প্রতিষ্টানে দুর্ণীতি বিরোধী সচেতনতা ও শিক্ষা থাকতে হবে। যুব সমাজের পাশাপাশি বয়স্কদের একত্রে সোচ্চার হতে হবে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
  • নির্বাচিত