মাও. রেজাউল করীম

জামায়াতের গায়ে স্বাধীনতা বিরোধী দলের ছিল লেগে গেছে

স্টাফ রিপোর্টার

আপডেট : ০৫:২২ পিএম, রোববার, ২৫ মার্চ ২০১৮ | ৮৪৪

জামায়াতের গায়ে ছিল লেগে গেছে যে তারা স্বাধীনতা বিরোধী দল। যে দেশ স্বাধীন করতে গিয়ে লক্ষ লক্ষ মানুষ জীবন দিয়েছিল। সেই দেশের মধ্যে বিরোধী শক্তি তামাম দুনিয়ার ইতিহাসে তারা কখনও বিজয় লাভ করছে এটা ইতিহাসে দেখা যায় না।


ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মাও. মুফতী সৈয়দ মোঃ রেজাউল করীম বাগেরহাটে ওলামা সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।


তিনি আরও বলেন, ইসলামের দুঃসময়ে আলেমরা অগ্রনী ভুমিকা রাখেন। যখনই ইসলামের উপর কোন কালো ছায়া নেমে আসে তখন আলেমরা তার শিকরসহ উপরেও ফেলেন। স্বাধীনতার ৪৭ বছর পরেও বাংলাদেশে ইসলামী দল গুলোর তথা মুসলমানদের কোন অবস্থান নেই। বিগত দিনে ইসলামী দলগুলো অনইসলামিক দলগুলোর সাথে মিশে ক্ষমতায় গেলেও সংসদে বসে মদের লাইসেন্সসহ বিভিন্ন ইসলাম বিরোধী আইন পাস করেছেন। ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রচেষ্টায় বাংলাদেশে আলেমদের ফতোয়া দেয়ার স্বীকৃতি দিয়েছে উচ্চ আদালত।

ইসলামী আন্দোলন বাংলাদেশ বাগেরহাট জেলা শাখার আয়োজনে রবিবার দুপুরে শহরের খারদ্বার মাদ্রাসায় আয়োজিত ওলামা সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমীর হাফেজ মাওঃ মোঃ আব্দুল আউয়াল, ফজলুল উলুম মাদ্রাসার মুহাতামীম মাওঃ মোঃ আব্দুল মজিদ, ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগরীর সভাপতি মাওঃ মোঃ মুজ্জাম্মিল হক, ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের সাবেক কেন্দ্রীয় সভাপতি জিএম রুহুল আমিন, যুব আন্দোলনের সেক্রেটারী জেনারেল মাওঃ মোঃ নেছার উদ্দিন, ইসলামী আইনজীবি সমিতির কেন্দ্রীয় সভাপতি ও ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত বাগেরহাট ২ আসনের প্রার্থী এ্যাডভোকেট আতিয়ার রহমান, জাতীয় শিক্ষক ফোরামের সভাপতি অধ্যাপক মাহবুবুর রহমান, মুফতি আঃ রহমান আজাদ, বাগেরহাট কামীল মাদ্রাসার অধ্যক্ষ মাওঃ আবুল কালাম আজাদ, খুলনা দারুল উলুম মাদ্রাসার মোহাদ্দেস, মাওঃ মোঃ নাসির উদ্দিন কাসেমী।


ইসলামী আন্দোলন বাংলাদেশ বাগেরহাট জেলা সভাপতি অধ্যক্ষ হাফেজ মাওঃ রুহুল আমিনের সভাপতিত্বে জেলার সহ¤্রাধিক আলেম অংশগ্রহন করেন।


সমাবেশ শেষে বাগেরহাটের ৪টি আসনের প্রার্থীদের নাম ঘোষনা করেন দলের আমীর মুফতী সৈয়দ মো: রেজাউল করিম।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
  • নির্বাচিত