মোরেলগঞ্জ হানাদার মুক্ত হয় ১৪ ডিসেম্বর

মশিউর রহমান মাসুম, মোরেলগঞ্জ

আপডেট : ০৮:২২ পিএম, মঙ্গলবার, ১৩ ডিসেম্বর ২০২২ | ৩৫০

ফাইল ফটো
১৪ ডিসেম্বর মোরেলগঞ্জ মুক্ত দিবস। ১৯৭১ সালের এ দিন বেলা ৭টার দিকে মোরেলগঞ্জ সদরে থাকা রাজাকারদের অন্যতম ঘাটি ‘রায়দের বিল্ডিংয়ে’ অবস্থান নিয়ে জাতীয় পতাকা উত্তোলন করেন মোরেলগঞ্জ ছাত্রলীগের তৎকালীন সভাপতি ও মুজিব বাহিনী প্রধান ডা. মোসলেম উদ্দিন।


ডা. মোসলেম উদ্দিন বলেন, ১৩ ডিসেম্বর মধ্যরাতে তার নেতৃত্বে ১১ জনের একটি দল মোংলা থেকে মোরেলগঞ্জে প্রবেশ করেন। ভোররাতে স্থানীয় মুক্তিযোদ্ধাদের সহযোগীতায় তারা টাউন স্কুলমাঠে অবস্থান নিয়ে গুলি ছুড়তে শুরু করেন। মুক্তিযোদ্ধাদের আকস্মিক এ অবস্থান টের পেয়ে রায়দের ভবনসহ ৬টি রাজাকার ক্যাম্পে থাকা শতাধিক রাজাকার নদী পার হয়ে বাগেরহাটের দিকে পালিয়ে যায়।

এসময় নীল রতন মিস্ত্রী, মোস্তফা কামাল আজীজ, কচুবুনিয়ার সুলতান আহমেদ, চিংড়াখালীর আ. রশিদ বক্স, শরণখোলার খায়রুল আলম, অমূল্য কুমার রায়, ভাটখালীর আব্দুল খালেক, কাকড়াতলীর চিরানন্দ মন্ডল, জিউধরার আব্দুর রাজ্জাক ও রাজেন্দ্র নাথ মন্ডল তার সাথে ছিলেন।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
  • নির্বাচিত