কচুয়ায় পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ উপলক্ষে এ্যাডভোকেসি সভা

কচুয়া প্রতিনিধি

আপডেট : ০৬:১৯ পিএম, বুধবার, ১৪ ডিসেম্বর ২০২২ | ৩৯২

“সময়মতো নিলে পরিবার পরিকল্পনা পদ্ধতি, শিশু ও মাতৃস্বাস্থ্যের হবে উন্নতি” এই প্রতিপাদ্য বিষয় নিয়ে বাগেরহাটের কচুয়ায় পালিত হচ্ছে পরিবার কল্যাণ সপ্তাহ-২০২২ (১৭-২২ ডিসেম্বর)। এ উপলক্ষে বুধবার দুপুরে উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ে এ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা আবু মোশারফ হোসেন এর সভাপতিত্বে এ সভায় অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, কচুয়া প্রেসক্লাবের সভাপতি খোন্দকার নিয়াজ ইকবাল, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা.হুমায়রা, প্রেসক্লাবের সাধারন সম্পাদক কাজী সাইদুজ্জামাস সাইদ।


বক্তারা, পরিকল্পিত পরিবার গঠনে পরিবার পরিকল্পনা সেবা, স্বাভাবিক ও জরুরী প্রসব সেবা, প্রসব পরবর্তী পরিবার পরিকল্পনা সেবা, গর্ভবতী সেবা, নবজাতক ও শিশু সেবা, প্রজনন স্বাস্থ্য সেবা, কৈশোরকালীন স্বাস্থ্য পুষ্ঠি সেবা, স্বাভাবিক প্রসব (নরমাল ডেলিভারী) প্রাতিষ্ঠানিক প্রসব সেবা জোরদার করণের জন্য সকলকে সহযোগীতায় এগিয়ে আসতে আহবান জানান।

এসময়ে উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ, এনজিও প্রতিনিধি, বিভাগীয় কর্মচারীগণসহ গণ্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
  • নির্বাচিত