চিতলমারী দারুল উলুম কওমিয়া মাদ্রাসায় ৫৩ তম বার্ষিক ওয়াজ মাহফিল

চিতলমারী প্রতিনিধি

আপডেট : ০৮:৪৩ পিএম, শনিবার, ১৭ ডিসেম্বর ২০২২ | ৪৭৩

আগামী ২২ ও ২৩ ডিসেম্বর চিতলমারী দারুল উলুম কওমিয়া মাদ্রাসায় ৫৩ তম বার্ষিক ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হবে। উক্ত মাহফিলে সভাপতিত্ব করবেন গওহরডাঙ্গা মাদ্রাসার শাইখুল হাদীস আলহাজ্ব হাঃ মাওঃ মুফতি আঃ রউফ। এছাড়া দেশবরেণ্য ওলামায়ে কেরাম ও বুজুর্গানে দ্বীন তাশরীফ আনবেন।


উক্ত মাহফিলে দলে দলে যোগদান করে দো’জাহানের অশেষ নেকী হাসিলের জন্য দারুল উলুম চিতলমারী মাদ্রাসার মুহ্তামিম আলহাজ্ব মাওঃ আঃ রহমান আহবান জানিয়েছেন।


শনিবার (১৭ ডিসেম্বর) বেলা ১২ টায় আলহাজ্ব মাওঃ আঃ রহমান বলেন, ‘দেশের অন্যতম খালেছ দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান দারুল উলুম চিতলমারী মাদ্রাসা। মাদ্রাসাটি শেরে বাংলা একে ফজলুল হকের ফুফু সামছুন্নেছা চৌধুরানীর ওয়াকফকৃত এস্টেটের উপর প্রতিষ্ঠিত। প্রতি বছর মাহফিলে তাঁদের ও পরিবারের জন্য দোয়া-খায়ের করা হয়। এখানে দেশের বিভিন্ন স্থান থেকে ধর্মপ্রাণ মুসলমারা ওয়াজ শুনতে আসেন। মহিলাদের পর্দাসহ ওয়াজ শোনার ব্যবস্থা আছে। আমাদের ছাত্র ও স্থানীয়রা সেচ্ছাসেবক হিসেবে সর্বদা নিয়োজিত থাকে।’

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
  • নির্বাচিত