বাগেরহাটে বর্জ্য ব্যবস্থাপনা প্রশিক্ষণসহ অনুদান প্রদান

স্টাফ রিপোর্টার

আপডেট : ০৬:৫৮ পিএম, বুধবার, ২১ ডিসেম্বর ২০২২ | ৩১৪

বর্জ্য ব্যবস্থাপনার মাধ্যমে পরিবেশ দুষণ রোধ, জৈব সার উৎপাদন, দারিদ্র বিমোচন এবং রাসায়নিক সার বিহীন অর্গানিক কৃষি উৎপাদনকে উৎসাহিত করতে বাগেরহাটে ২৭ নারী ও পুরুষকে ১৫ দিনের বর্জ্য ব্যবস্থাপনা প্রশিক্ষণ দেওয়া হয়েছে। প্রশিক্ষণ শেষে প্রত্যেককে ২৫ হাজার টাকা অনুদান-সহ সনদপত্র তুলে দেওয়া হয়।

এরমধ্যে বাগেরহাট পৌরসভার ১৮ জন এবং মোংলা পৌরসভার ৯ জন রয়েছেন। বুধবার দুপুরে বাগেরহাট জেলা প্রসাশকের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাগেরহাট জেলার জেলা প্রসাশক মোহাম্মদ আজিজুর রহমান। রূপান্তরের‘ করোনার অতিমারীতে ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীর জন্য জরুরী পুনর্বাসন উদ্যোগ (ঝঈজঊঅগ)’ প্রকল্পের আওতায় উদ্যোক্তা সৃষ্টি লক্ষ্যে বর্জ্য ব্যবস্থাাপনায় পুনঃচক্রায়ন প্রশিক্ষনের সমাপনী এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, রূপান্তরের নির্বাহী পরিচালক রফিকুল ইসলাম খোকন। বিশেষ অতিথি ছিলেন ২৫০ শয্যা হাসপাতালের তত্ত্বাধায়ক ডা অসীম কুমার সমদ্দার, উপজেলা ভাইচ চেয়াম্যান রিজিয়া পারভীন ও ডিস্ট্রিক পলিসি ফোরামের সভাপতি বাবুল সরদার।

প্রধান অতিথি জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুর রহমান বলেন, সময় উপযোগী অত্যন্ত কার্যকর এ প্রকল্পের মাধ্যমে বর্জ্য ব্যবস্থাপনায় পরিবেশ সুরক্ষা, দারিদ্র বিমোচন, জৈবসার তৈরী এবং রাসায়নিক মুক্ত ফসল উৎপাদনে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
  • নির্বাচিত