ফকিরহাটে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের বৃত্তি পরীক্ষা

ফকিরহাট প্রতিনিধি

আপডেট : ১০:২২ পিএম, শুক্রবার, ৩০ ডিসেম্বর ২০২২ | ৩৭৯

ফকিরহাটে সুষ্ঠ, সুন্দর, আনন্দঘন ও শান্তিপূর্ণ পরিবেশে প্রাথমিকের পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সারাদেশের ন্যায় ফকিরহাটের আট্টাকা কেরামত আলী পাইলট মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে বাংলা, ইংরেজি, গণিত ও বিজ্ঞান এ চারটি বিষয়ে ২৫ করে মোট ১০০ নম্বরের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

পরীক্ষা চলাকালিন সময়ে কেন্দ্র পরিদর্শন করেন, উপজেলা নির্বাহী অফিসার মো. মনোয়ার হোসেন, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) বিধান কান্তি হালদার, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আশীষ কুমার নন্দী সহ সংশ্লিষ্ট কর্মকর্তাগণ।


ফকিরহাট উপজেলা প্রাথমিক শিক্ষা বিভাগ সূত্রে জানা গেছে, এবার ৭৮টি সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ মোট ৮৬টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে এবার ৪১৪জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ গ্রহন করেছে। পরীক্ষায় ভারপ্রাপ্ত কর্মকর্তা ছিলেন, উপজেলা ইন্সটেক্টর রনজিৎ কুমার মিস্ত্রি, কেন্দ্র সচিব ছিলেন আট্টাকা কেরামত আলী পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সৈয়দা আনোয়ার বেগম, হল সুপার ছিলেন প্রধান শিক্ষক আবুল হোসেন ও প্রধান শিক্ষক বিথি সরকার।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
  • নির্বাচিত