মোরেলগঞ্জে চিলড্রেন ওয়েলফেয়ার কাউন্সিলের ১৫তম প্রতিষ্ঠা বার্ষিকী

মোরেলগঞ্জ প্রতিনিধি

আপডেট : ১০:০২ পিএম, সোমবার, ২৬ মার্চ ২০১৮ | ৯১৩

মোরেলগঞ্জে সোমবার বিকেলে চিলড্রেন ওয়েলফেয়ার কাউন্সিল বাংলাদেশের ১৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে আলোচনা, পুরষ্কার বিতরণী সভা ও কেকে কাঁটার আয়োজন করা হয়।


দি লাইসিয়াম একাডেমী প্রাঙ্গনে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চিলড্রেন ওয়েলফেয়ার কাউন্সিল এর প্রধান উপদেষ্টা বিশিষ্ট চিকিৎসক সাংবাদিক ডাঃ শিব্বির আহমেদ। চিলড্রেন ওয়েলফেয়ার কাউন্সিলের চেয়ারম্যান অধ্যাপক জাকির হোসেন রিয়াজ এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মানবাধিকার কমিশন উপজেলা শাখার সভাপতি মেহেদী হাসান লিপন, অধ্যাপক আল আমিন তালুকদার, অধ্যাপক শহিদুল আলম, অধ্যাপক জহিরুল হক, সিডব্লিউসি’র উপদেষ্টা জোসনে আরা ফারুকী। বক্তব্য রাখেন, সিডব্লিউসি’র প্রতিনিধি রেজাউল করিম রাসেল। উপস্থিত ছিলেন দৈনিক ভোরের দর্পণ প্রতিনিধি শামীম আহসান মল্লিক, দৈনিক পূর্বাঞ্চল প্রতিনিধি নজরুল ইসলাম শরীফ।


সভায় এ প্রতিষ্ঠানে দান করা ৬ শতক জমির দলিল প্রদান করেন সাবেক প্রধান শিক্ষক আব্দুল আজিজ হাওলাদারের পুত্র মো. মাহামুদ হাসান । দলিল গ্রহন করেন প্রধান উপদেষ্টা ডাঃ শিব্বির আহমেদ ও চেয়ারম্যান অধ্যাপক জাকির হোসেন রিয়াজ। ২দিন ব্যাপি অনুষ্ঠিত প্রতিষ্ঠা বার্ষিকী কুয়াকাটা ভ্রমনের সময় প্রতিযোগীতায় বিজয়ী এমাদুল ইসলাম, আসাদুজ্জামান বনি সহ অন্যান্যকে পুরষ্কৃত করা হয়।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
  • নির্বাচিত