রামপালে ৯ নেতার জামিন বাতিল করায় বিএনপির নিন্দা 

রামপাল প্রতিনিধি

আপডেট : ০৮:৫২ পিএম, মঙ্গলবার, ২৪ জানুয়ারী ২০২৩ | ৪০০

উচ্চ আদালত থেকে জামিনে থাকা বিএনপির ৯ নেতাকে বাগেরহাটের বিজ্ঞ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট জামিন নামঞ্জুর করে কারাগারে প্রেরণ করেছেন। রামপাল থানার নাশকতা মামলায় বিএনপি, যুবদল ও ছাত্রদলের ৯ জন নেতা উচ্চ আদালতের জামিনে ছিলেন। মঙ্গলবার বেলা ১১ টায় বাগেরহাটের বিজ্ঞ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এর আদালতে পুণরায় জামিনের আবেদন করা হলেও তা মঞ্জুর না করে কারাগারে প্রেরণ করেন।
নেতারা হচ্ছেন, বিএনপির মোস্তফা কামাল পাটোয়ারী হালিম, কাজী জাহিদুল ইসলাম, মুজিবর রহমান জোয়ার্দ্দার, খলিলুর রহমান, আমিরুল ইসলাম কুটি, জাহিদুল ইসলাম বাবলা,আলমগীর কবির বাচ্চু ও মাসুদুর রহমান পিয়াল এবং ছাত্রদলে তরিকুল ইসলাম শোভন। নেতৃবৃন্দদের আটকের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ এবং দ্রুত মুক্তির দাবী জানিয়ে বিবৃতি দিয়েছেন, বাগেরহাট জেলা বিএনপির যুগ্ম আহবায়ক লায়ন ড. শেখ ফরিদুল ইসলামসহ নেতৃবৃন্দ।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
  • নির্বাচিত