বাগেরহাটে ব্যবসায়ীর বাড়িতে দফায় দফায় হামলা, ভাংচুর-লুটপাট, আটক-১

স্টাফ রিপোর্টার

আপডেট : ১০:০৪ পিএম, শুক্রবার, ৩ ফেব্রুয়ারী ২০২৩ | ৪৮৪

বাগেরহাটে জমি সংক্রান্ত বিরোধের জেরে সদর উপজেলার গোটাপাড়া ইউনিয়নের কালদিয়া গ্রামের ব্যবসায়ী শেখ নজরুল ইসলামের পরিবারের উপর হামলা ও বাড়িঘর ভাংচুরের ঘটনা ঘটেছে। প্রতিপক্ষ ফারুক মৃধা ও তার লোকজন এই হামলার ঘটনা ঘটিয়েছে। এই হামলায় নজরুল ইসলামের স্ত্রী রেকসোনা বেগম, শাশুরী রওশোনারা বেগম, ছেলে বাপ্পি শেখ, মেয়ে সাবিনা আক্তার, নাতী সিয়াম আহত হয়েছেন। এ ঘটনায় ব্যবসায়ীর করা মামলায় ফারুক মৃধার ছেলে নাইম মৃধা (২০) কে গ্রেফতার করেছে পুলিশ।


মামলা সূত্রে জানাযায়, ব্যবসায়ী নজরুল ইসলামের বাড়ির পাশের সীমানা নিয়ে ফারুক মৃধার সাথে বিরোধ চলছিল। গেল ২৬ জানুয়ারি সকাল সাতটায় নজরুল ইসলাম তার জমিতে গেলে, ফারুক মৃধা ও তার লোকজন নজরুল ও তার স্ত্রীসহ পরিবারের অন্যান্যদের মারধর করে। এক পর্যায়ে নজরুল ইসলামের বসত ঘর ভাংচুর ও লুটপাট করেন। ওই হামলা ও লুটপাটের ঘটনায় ১লা ফেব্রুয়ারি রাতে নজরুল ইসলামের ছেলে বাপ্পি শেখ বাদী হয়ে ফারুক মৃধাসহ চারজনকে আসামী করে একচি মামলা দায়ের করেন। শুক্রবার (০৩ জানুয়ারি) সকালে পুলিশ এই মামলার আসামীদের গ্রেফতার করতে গেলে, পুলিশের সামনেই ফারুক মৃধা ও তাদের লোকজন আবারও নজরুল শেখের পরিবারের উপর হামলা করে। এই হামলা তার পরিবারের পাঁচজন আহত হয়। এসময় পুলিশ এজাহারভুক্ত আসামী নাইম মৃধাকে গ্রেফতার করেন। এদিকে বারবার একটি পরিবারের উপর হামলার ঘটনায় স্থানীয়রা নিন্দা জানিয়েছেন।

বাগেরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেএম আজিজুল ইসলাম বলেন, ব্যবসায়ী নজরুল ইসলামের পরিবারের উপর হামলার মামলায় একজনকে গ্রেফতার করা হয়েছে। অন্য আসামীদেরও গ্রেফতারের চেষ্টা চলছে। পরবর্তীতে আর যাতে হামলা না হয়, সেজন্য পুলিশ নজরদারিত্বে রয়েছে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
  • নির্বাচিত