রামপালে প্রাণী সম্পদ প্রদর্শনী 

রামপাল প্র্রতিনিধি

আপডেট : ১২:০০ এএম, রোববার, ২৬ ফেব্রুয়ারী ২০২৩ | ৩৩০

রামপালে প্রাণী সম্পদ প্রদর্শনী উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১০ টায় প্রাণী সম্পদ কার্যালয়ে চত্বরে উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজিবুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান সেখ মোয়াজ্জেম হোসেন।
উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নূরুল হক লিপন, মহিলা ভাইস চেয়ারম্যান হোসনেয়ারা মিলি, জেলা প্রাণী সম্পদ দপ্তরের উপপরিচালক জয়দেব কুমার সিংহ, উপজেলা স্বাস্থ্য ও প. প. কর্মকর্তা সুকান্ত কুমার পাল, প্রেসক্লাব রামপাল এর সভাপতি এম, এ সবুর রানা, সি. সহ সভাপতি মোতাহার হোসেন মল্লিক, সাধারণ সম্পাদক সুজন মজুমদার, খামারী সেকেন্দার আলী, রিনা মল্লিক, উৎপল দেবনাথ প্রমুখ উপস্থিত ছিলেন।
খামারী সেকেন্দার আলী বলেন, সরকার প্রাণী সম্পদ উন্নয়নে খামারিদের উদ্বুদ্ধ করায় আমরা খুশী। নিয়মিত খামার পরিদর্শন ও চিকিৎসা সেবা পেলে খামার বৃদ্ধি পাবে এবং প্রাণীজ আমিষের চাহিদা পুরণ হবে। তিনি সরকারিভাবে নিয়মিত খামার পরিদর্শনের দাবী করেন। সভা শেষে শ্রেষ্ঠ খামারিদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
  • নির্বাচিত