উচ্চ আদালতে রামপাল বিএনপির  ১৩ নেতার জামিন লাভ

রামপাল প্রতিনিধি

আপডেট : ০১:৪৫ এএম, শুক্রবার, ৪ আগস্ট ২০২৩ | ৩৬৯

বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট ডিভিশনের আদালত থেকে রামপাল উপজেলা বিএনপির ১৩ নেতাকর্মী জামিন লাভ করেছেন। বৃহস্পতিবার বেলা ১১ টায় হাইকোর্টের বিচারপতি মুস্তফা ইসলাম ও বিচারপতি আমিনুল ইসলামের দ্বৈত বেঞ্চ আগামী ৬ সপ্তাহের জন্য আগাম জামিন মন্জুর করেন। বিষয়টি নিশ্চিত করেছেন, সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার শেখ মো. জাকির হোসেন।
মামলায় জামিন লাভ করা নেতৃবৃন্দরা হলেন, আকবর হোসেন আকো, শেখ মোতাহার আলী, মোল্লা কামরুজ্জামান, শেখ ফিরোজ কবির, আলমগীর কবির বাচ্চু, মোল্লা তারিকুল ইসলাম শোভন, কাজী জাহিদুল ইসলাম, এমডি মহিবুল্লাহ, রুহুল আমীন মোল্লা, আমিরুল ইসলাম কুটি, মুজিবর জোয়ারদার, মাসুদ ইজারদার, মহিবুল্লাহ শেখ।
উল্লেখ্য, গত ২৭ জুলাই রামপালের ফয়লাহাটের ফাড়ির ইন-চার্জ খন্দকার আ. মবিন বাদী হয়ে নাশকতার অভিযোগে রামপাল থানায় একটি মামলা করেন। মামলায় ৩০ জনের নামসহ ১৫/২০ জন অজ্ঞাতনামা বিএনপির নেতা-কর্মীকে আসামী করা হয়।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
  • নির্বাচিত