রামপালে ব্যাবসায়ীদের সাথে ওসি'র আইন শৃঙ্খলা বিষয়ক সভা

রামপাল প্রতিনিধি

আপডেট : ০১:২০ এএম, রোববার, ৩ সেপ্টেম্বর ২০২৩ | ৪৫৭

রামপালের হাট বাজারের ব্যবসায়ীদের সাথে রামপাল থানার ওসি'র আইন শৃঙ্খলা পরিস্হিতি স্বাভাবিক রাখার বিষয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১ সেপ্টেম্বর) রাত ৮ টায় উপজেলার পেড়িখালী বাজারে এ সভা অনুষ্ঠিত হয়। এ সময় প্রধান অতিথির বক্তব্য দেন রামপাল থানার অফিসার ইন-চার্জ এস, এম আশরাফুল আলম, মো. মোজাফ্ফর হোসেন, ইউপি সদস্য শেখ আ. ছালাম, মো. রুবেল হোসেনসহ ব্যাবসায়ী নেতৃবৃন্দ।
এ সময় উপস্থিত ছিলেন সকল দোকান মালিক, ইউপি সদস্য, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, বীর মুক্তিযোদ্ধা, রাজনৈতিক দলের নেতা কর্মী ও গ্রাম পুলিশ। তাদের সাথে বাজারের নিরাপত্তাসহ পেড়িখালী ইউনিয়নের সার্বিক আইন-শৃঙ্খলা স্বাভাবিক রাখার বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হয়। বাজারে নাইটগার্ডের সংখ্যা বৃদ্ধিসহ গ্রাম পুলিশের রাত্রি কালীন ডিউটিতে নিয়োজিত থাকার বিষয়েও সিদ্ধান্ত নেওয়া হয়। কেউ দায়িত্ব পালনে অবহেলা করলে তার বিরুদ্ধে আইনগত পদক্ষেপ নেওয়া হবে বলেও জানানো হয়।
এ এছাড়াও উপজেলার মল্লিকেরবেড় ইউনিয়নের গক শুক্রবারে ছোট সন্নাসী বাজার, শনিবার সকাল ১০ টায় গৌরম্ভা ইউনিয়নের গৌরম্ভা বাজারের ব্যাবসায়ীদের সাথে মতবিনিময় সভা করা হয়। সভায় নৈশপ্রহরীর সংখ্যা বৃদ্ধিসহ গ্রাম পু্লিশ মোতায়েন রাখার সিদ্ধান্ত নেওয়া হয়। রামপাল থানার ওসি এস, এম আশরাফুল আলম বলেন, বাজার ব্যাবসায়ীদের নিরাপত্তা নিশ্চিত ও রাত্রিকালীন নিরাপত্তা নিশ্চিত করার জন্যে বাজারের ব্যাবসায়ীদের সাথে মতবিনিময় করা হচ্ছে।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
  • নির্বাচিত