বাগেরহাটে বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে এ্যাডভোকেসি সভা 

স্টাফ রিপোর্টার

আপডেট : ১০:২৬ পিএম, সোমবার, ১৮ সেপ্টেম্বর ২০২৩ | ২৭৮

বাগেরহাটে বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে এ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার( ১৮ সেপ্টেম্বর) বিকেলে ষাটগম্বুজ ইউনিয়ন পরিষদ মিলাতন কক্ষে বাঁধন মানব উন্নয়ন সংস্থা ও একশন এইড বাংলাদেশের সহযোগিতায় এই সভা অনুষ্ঠিত হয়।


বাঁধন মানব উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক মঞ্জুরুল হাসান মিলনের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন, টুরিস্ট পুলিশের পরিদর্শক নূর ইসলাম, ষাটগম্বুজ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ আকতারুজ্জামান বাচ্চু, সচিব কিশোর কুমার পাল, একশন এইডের কাজি হালিমাতুল সাদিয়া, বাঁধনের মুশফিকুল ইসলাম রিতু, সোহাগ আহমেদ প্রমুখ।


বক্তারা বলেন, বাগেরহাট একটি সম্ভাবনাময় জেলা। কিন্তু চারদিক খুবই অপরিচ্ছন্ন। এই অপরিচ্ছন্নতা আমাদের মাধ্যমেই হয়। এজন্য সকলকে বর্জ্য সম্পর্কে সচেতন হতে হবে। যেসব বর্জ্য পুনরায় ব্যবহার করা যায়, সেগুলোকে ব্যবহার করতে হবে। এছাড়া সরকারিভাবে বর্জ্য ব্যবস্থাপনার দাবি জানান বক্তারা।


সভায় অর্ধশতাধিক তরুণ স্বেচ্ছাসেবক উপস্থিত ছিলেন। পরে বর্জ্যমুক্ত জেলা গড়তে স্বেচ্ছাসেবকদের নিয়ে ৯ সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
  • নির্বাচিত