অধিক গুরুত্বপূর্ণ ৩২টি, গুরুত্বপূর্ণ ৪৮ টি 

চিতলমারী ১৪৯ টি মন্ডপে অনুষ্ঠিত হবে দুর্গাপুজা, ওসি’র মতবিনিময়

এস এস সাগর

আপডেট : ০৮:২৮ পিএম, শনিবার, ৩০ সেপ্টেম্বর ২০২৩ | ৩৯০

পঞ্জিকা বলছে, ১৪৩০ বঙ্গাব্দে দুর্গাপুজো কার্তিকের শুরুতে পড়েছে। ইংরাজি ক্যালেন্ডারের হিসেবে ২০২৩ সালে দুর্গাপুজো হবে অক্টোবরের শেষে। ২ কার্তিক ইংরেজির ২০ অক্টোবর শুক্রবার ষষ্ঠীতে শুরু হবে এবারের দুর্গোৎসব। সনাতন ধর্ম মতে দেবীর আগমন উপলক্ষে মন্দিরে মন্দিরে প্রতিমা গড়ার কাজ চলছে। এ বছর বাগেরহাটের চিতলমারী উপজেলার ৭টি ইউনিয়নে ১৪৯ টি মন্ডপে দুর্গাপুজো অনুষ্ঠিত হবে। এরমধ্যে অধিক গুরুত্বপূর্ণ ৩২ টি, গুরুত্বপূর্ণ ৪৮টি বাকি ৬৯ টি সাধারন। তাই আসন্ন শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণ ও আনন্দঘন পরিবেশে উদযাপন উপলক্ষে চিতলমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এইচ এম কামরুজ্জামান খান সকল পুজো মন্দিরের সভাপতি ও সাধারণ সম্পাদকের সাথে মতবিনিময় সভা করেছেন। শুক্রবার (২৯ সেপ্টেম্বর) রাতে থানা মিলনায়তনে এ সভা শেষ হয়।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ওসি (তদন্ত) তরিকুল ইসলাম, সেকেন্ড অফিসার জাহাঙ্গীর আলম, সাংবাদিক শেখর ভক্ত, চিতলমারী উপজেলা প্রেসক্লাবের সভাপতি দেবাশিষ বিশ্বাস, ইউনিয়ন পরিষদ সদস্য গোরা চাঁদ ঘোষ ও উপজেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদক রবীন হীরাসহ উপজেলার সকল মন্দির কমিটির নেতৃবৃন্দ।

শনিবার (৩০ সেপ্টেম্বর) বিকেলে চিতলমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এইচ এম কামরুজ্জামান খান জানান, অন্যান্য বছরের ন্যায় এ বছরও শান্তিপূর্ণ ভাবে শারদীয় দুর্গোৎসব পালনের জন্য সব ধরণের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। যে কোন ধরণের অনাকাঙ্খিত পরিস্থিতি মোকাবেলার জন্য পুলিশের ব্যাপক প্রস্তুতি রয়েছে। তিনি সার্র্বজনীন এ উৎসবকে আনন্দঘন পরিবেশে সম্পন্ন করার জন্য সকলের সহযোগিতা কামনা করেছেন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
  • নির্বাচিত