চিতলমারীতে নাশকতায় মামলায় বাকের গ্রেফতার

চিতলমারী প্রতিনিধি

আপডেট : ১২:০৯ এএম, সোমবার, ৯ অক্টোবর ২০২৩ | ৪৩৩

বাগেরহাটের চিতলমারীতে একটি নাশকতা মামলায় ফজলুল হক বাকের বিশ্বাসকে (৫৬) গ্রেফতার করা হয়েছে। রবিবার (৮ অক্টোবর) সকালে তাঁকে বাগেরহাট আদালতে প্রেরণ করা হয়। বাকের বিশ্বাস সদর ইউনিয়নের পাটরপাড়া গ্রামের মৃত এনামুল হক বিশ্বাসের ছেলে ও উপজেলা বিএনপির আহবায়ক মোমিনুল হক টুলু বিশ্বাসের ভাই।

মামলার তদন্তকারী কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) গোলাম কিবরিয়া খান জানান, গত ২২ সেপ্টেম্বর বারাশিয়া গ্রামের মৃত আব্দুল বারিক শেখের ছেলে মোঃ হায়দার আলী শেখ বাদী হয়ে থানায় নাশকতার একটি মামলা দায়ের করেন। ওই মামলায় ৩২ জনের নাম উল্লেখ পূর্বক অজ্ঞাত ৪০-৪৫ জনকে আসামী করা হয়। মামলাটিতে জড়িত থাকার অপরাধে ৭ অক্টোবর রাতে ফজলুল হক বাকের বিশ্বাসকে গ্রেফতার করা হয়েছে। এর আগে এ মামলায় আরও ৫ জন গ্রেফতার হয়।

চিতলমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এইচ এম কামরুজ্জামান খান জানান, গ্রেফতারকৃত ফজলুল হক বাকের বিশ্বাসকে আদালতে প্রেরণ করা হয়েছে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
  • নির্বাচিত