রামপাল এসপি ফরহাদ হোসেন'র কম্পিউটার ল্যাব উদ্বোধন

রামপাল প্রতিনিধি

আপডেট : ০৭:১৬ পিএম, রোববার, ১৫ অক্টোবর ২০২৩ | ৪৩৭

রামপালে ডক্টর ফরহাদ হোসেন দাখিল মাদ্রাসার অন্তর্ভূক্ত নূরানী ইবতেদায়ী ক্যাডেট কিন্ডারগার্টেন এ কম্পিউটার ল্যাবের উদ্বোধন করা হয়েছে। রবিবার বেলা ১১ টায় উপজেলার শ্রীরম্ভা গ্রামে কিন্ডারগার্টেন কক্ষে এ ল্যাবের উদ্বোধন করেন পুলিশ সুপার মো. ফরহাদ হোসেন।
উদ্বোধন অনুষ্ঠানে তিনি বলেন, সরকার শিক্ষা ব্যবস্থায় যুগোপযোগী পদক্ষেপ গ্রহণ করেছে। সাধারণ শিক্ষার পাশাপাশি মাদরাসা শিক্ষাকে আধুনিকায়ন করেছে। তারই ধারাবাহিকতায় আমরা গ্রামের অজপাড়াগাঁয়ের শিশুদের মাঝে আইসিটি শিক্ষাকে এগিয়ে নিতে কাজ করছি।
যাতে করে মাদরাসা শিক্ষার গুণগত মান উন্নয়ন হয়। শিক্ষার্থীদের মানসিক বিকাশ ঘটবে এবং তারা সুশিক্ষায় শিক্ষিত ও হবে। এ জন্য এলাকার মানুষদেরও এগিয়ে আসতে হবে। এ সময় তিনি সকলের সহযোগিতা কামনা করেন।
মাদরাসা সুপার আ. রউফের সভাপতিত্বে ল্যাব উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি পুলিশ সুপার মো. ফরহাদ হোসেন ছাড়াও বক্তব্য দেন, ডাক্তার লিয়াকত আলী, মো. সেকেন্দার হোসেন, মো. মাসুম গাজী, মো. মাহামুদ সরদার প্রমুখ। কম্পিউটার প্রদান করেন, হাজী নূরুল ইসলাম স্মৃতি পাঠাগার।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
  • নির্বাচিত