নিরাপদ পানি পাবে দুই হাজার মানুষ

চিতলমারীতে দুই কোটি টাকা ব্যয়ে নির্মিত আর্সেনিক ঝুঁকি নিরসন প্রকল্প হস্তান্তর

চিতলমারী প্রতিনিধি  

আপডেট : ০৩:৪৭ পিএম, রোববার, ২৯ অক্টোবর ২০২৩ | ৩৯৯

চিতলমারীতে প্রায় দুই কোটি টাকা ব্যয়ে নির্মিত পানি সরবরাহে আর্সেনিক ঝুঁকি নিরসন প্রকল্প উদ্বোধন ও হতন্তান্তর করা হয়েছে। পাঁচ কিলোমিটার পাইপ লাইনের মধ্যেমে এ প্রকল্প থেকে ৩৫০টি পরিবারের দুই হাজার মানুষ নিরাপদ পানি পাবেন। রোববার (২৯ অক্টোবর) বেলা ১২ টায় বারাশিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় সভাকক্ষে এক আলোচনা সভায় বাগেরহাট জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী জয়ন্ত মল্লিক ও চিতলমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ আসমত হোসেন সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ নিজাম উদ্দিন শেখের কাছে আনুষ্ঠানিক ভাবে এ প্রকল্প হস্তান্তর করেন।


চিতলমারী উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী মোঃ আজমল হোসেন জানান, চিতলমারীতে বিশুদ্ধ পানীয় জলের তীব্র সংকট রয়েছে। বাগেরহাট-১ আসনের (চিতলমারী-মোল্লাহাট-ফকিরহাট) সংসদ সদস্য শেখ হেলাল উদ্দীনের সহযোগিতায় ২০২১-২২ অর্থবছরে ১ কোটি ৯৯ লাখ টাকার এ প্রকল্পটি পাশ হয়। যথা নিয়মে কাজটি পায় ঠিকাদার প্রতিষ্ঠান সনেক্স ইন্টারন্যাশনাল। চিতলমারী সদর ইউনিয়নের বারাশিয়া সরকারি পুকুর পাড়ে কাজ শুরু হয়। দীর্ঘ দুই বছর পরে কাজ শেষ হয়। অনুষ্ঠানের মাধ্যমে প্রকল্পটি উদ্বোধন ও হস্তান্তর করা হলো। এ প্রকল্প থেকে ৩৫০টি পরিবারের দুই হাজার মানুষ নিরাপদ পানি পাবেন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
  • নির্বাচিত