কচুয়ায় হত্যা মামলায় দুই সহোদর আটক 

কচুয়া প্রতিনিধি

আপডেট : ০৯:২২ পিএম, বৃহস্পতিবার, ১৬ নভেম্বর ২০২৩ | ৪৭৫

কচুয়ায় হত্যা মামলার দায়ে দুই সহোদরকে আটক করেছে র‌্যাব-৮। বুধবার গভীর রাতে পটুয়াখালী জেলার মহিপুর থানাধীন কুয়াকাটা শহর হতে এদের আটক করা হয়। আটক মো.শাকিল হোসেন (২৫) ও মো.রাব্বী শেখ (১৯) কচুয়া উপজেলার কলমিবুনিয়া গ্রামের মো.মহসীন শেখের ছেলে।


গত মঙ্গলবার (৩১ অক্টোবর) বিকেল তিনটায় কচুয়া উপজেলার কলমিবুনিয়া এলাকায় নিজ বাড়িতে পারিবারিক আলোচনার সময় রাব্বি শেখ ইটের আদলা দিয়ে এমরান শেখ (২২) নামের এক যুবকের মাথায় আঘাত করে। এমরান অজ্ঞান হয়ে পড়লে স্বজনরা তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। ওই দিন রাতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত এমরান শেখ কচুয়া উপজেলার কলমিবুনিয়া গ্রামের জলিল শেখের ছেলে। ঘটনার দুইদিন পরে বৃহস্পতিবার সকালে নিহত এমরান শেখের বাবা জলিল শেখ বাদী হয়ে কচুয়া থানায় হত্যা মামলা দায়ের করেন।

কচুয়া থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. মহসিন হোসেন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বুধবার গভীর রাতে পটুয়াখালী জেলার মহিপুর থানাধীন কুয়াকাটা শহর হতে মো.শাকিল হোসেন (২৫) ও মো.রাব্বী শেখ (১৯) নামের দুইজনকে আটক করেছে র‌্যাব-৮। এছাড়া এর আগে এমরান শেখ হত্যা মামলার ৩নম্বর আসামী মনজিলা বেগম (৪৫)কে আটক করা হয়েছে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
  • নির্বাচিত