বাগেরহাট-১ আসন

জাতীয় পার্টির মনোনয়ন পেতে  আবেদন জমা দিলেন স. ম. গোলাম সরোয়ার

চিতলমারী প্রতিনিধি

আপডেট : ১০:৪২ পিএম, শুক্রবার, ২৪ নভেম্বর ২০২৩ | ৪০৫

স. ম. গোলাম সরোয়ার

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাগেরহাট-১ আসনে (চিতলমারী-মোল্লাহাট-ফকিরহাট) দলীয় মনোনয়ন পেতে জাতীয় পার্টির স. ম. গোলাম সরোয়ার দলের কাছে আবেদন পত্র জমা দিয়েছেন। বৃহস্পতিবার (২৩ নভেম্বর) বিকেলে তিনি বনানী কেন্দ্রীয় কার্যালয়ে দলের চেয়ারম্যান জি এম কাদের ও সাধারণ সম্পাদক মুজিবুল হক চুন্নুর কাছে এ আবেদন পত্র জমা দেন। এ সময় বাগেরহাট জেলা জাতীয় পার্টির সভাপতি হাবিবুর রহমান ও সাধারন সম্পাদক মোঃ বাবলু হাজরাসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। শনিবার (২৫ নভেম্বর) জাতীয় পার্টি থেকে মনোনয়ন প্রত্যাশীদের প্রার্থীতা বাছাই হবে। শুক্রবার (২৪ নভেম্বর) বিকেলে স. ম. গোলাম সরোয়ার মুঠোফোনে এ সব তথ্য নিশ্চিত করেছেন।


স. ম. গোলাম সরোয়ার বাগেরহাটের চিতলমারী উপজেলা জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা সভাপতি। শুরু থেকে এখন পর্যন্ত তিনি সভাপতির দায়িত্ব পালন করছেন। উপজেলার কলাতলা গ্রামে তাঁর বসবাস। বাবার নাম আব্দুল জলিল শেখ। মা হলদিয়া বড়ু বিবি। ৬ ভাই ৫ বোনের মধ্যে সকলের ছোট। শিক্ষা জীবনে কলাতলা স. ম. ইসহাক মাধমিক বিদ্যালয় থেকে এসএসসি ও পিরোজপুর জেলার নাজিরপুর উপজেলার মাটিভাঙ্গা ডিগ্রী কলেজ থেকে এইচএসসি পাশ করেন। তিনি ওই কলেজের ভিপি ছিলেন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
  • নির্বাচিত