মোংলায় দ্বাদশ সংসদ নির্বাচন উপলক্ষে আ.লীগের কর্মী সভায় খুলনা  সিটি মেয়র 

মাসুদ রানা,মোংলা 

আপডেট : ০৯:৪২ পিএম, বুধবার, ১৩ ডিসেম্বর ২০২৩ | ১৭২

এবারের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন হবে গণতার্ন্তিক নির্বাচন, আপনী ভোটার, আমাদের কাছে একজন সন্মানিত ব্যাক্তি। আপনি আপনার নাগরিক অধিকার খর্ব করে ভোট কেন্দ্রে যাবেনা না আমরা এটা প্রত্যাশা করিনা। সংবিধান অনুযায়ী এবার জাতীয় সংসদ নির্বাচন হবে, তাতে কোন দল অংশ গ্রহন করলো বা না করলো তাতে আওয়ামীলীগের কিছু যায় আসে না। বুধবার (১৩ ডিসেম্বর) বিকালে মোংলা উপজেলার সুন্দরবন ইউনিয়নের দ্বিগরাজ বাজার সংলগ্ন এলাকায় নির্বাচনী কর্মী সভায় খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আঃ খালেক এ কথা বলেন।
বুধবারের কর্মী সভায় সুন্দরবন ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান আ’লীগ নেতা শেখ কবির উদ্দিন এর সভাপতিত্বে উপজেলা চেয়ারম্যান আবু তাহের হাওলাদার, পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা শেখ আঃ রহমান, সাবেক মেয়র শেখ আঃ সালাম, উপজেলা আ’লীগের সভাপতি বাবু সুনিল কুমার বিশ্বাস সাধারণ সম্পাদক মোঃ ইব্রাহিম হোসেন, চাদঁপাই ইউপি চেয়ারম্যান মোল্লা তারিকুল ইসলাম, পৌর আ.লীগের শেখ কামরুজ্জামান জসিম সহ দলীয় নেতাকর্মীরা এসময় উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে সিটি মেয়র যুবকদের উদ্দোশ্যে আরো বলেন, প্রতিটি বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের এনে ভোট প্রদান সহ উপস্থিতি বাড়াতে হবে। প্রধানমন্ত্রী সারা দেশকে বলেছেন, বাংরাদেশে এবারের জাতীয় সংসদ নির্বাচন আবাধ-সুষ্ঠ ও নিরপেক্ষ হবে, তাই দলের সিদ্ধান্ত ও নেত্রীর কথা রক্ষার্থে সবাই মিলে আমাদের এবারের জাতীয় নির্বাচনী ঐক্যবদ্ধ হয়ে দলীয় নেতাকর্মীদের কাজ করতে হবে। যদি নেত্রীর কথা অনুযায়ী কাজ করতে না পারি, তা হলে নেত্রী ও দলের সিদ্ধান্তকে অবহেলা করা হবে। তাই সব দিকে নজর রেখে দলীয় সিদ্ধান্ত অনুযায়ী কঠোর হয়ে আমাদের একযোগে কাজ করতে হবে বলেও জানায় সিটি মেয়র।
অপরদিকে, সুন্দরবন ইউনিয়নের পরে মিঠাখালীর ঠোটারডাঙ্গা সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে নির্বাচনী কর্মী সভা করেছেন সিটি মেয়র তালুকদার আঃ খালেক। এসময়ও সুন্দরবন ও মিঠাখালী আ’মীলীগ এর অংঙ্গসংগঠনের দলীয় নেতাকর্মী ও স্থানীয়রা উপস্থিত ছিলেন।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
  • নির্বাচিত