ফকিরহাটে ব্র্যাকের ওয়াশ কর্মসূচি কর্তৃক ওয়াটার পয়েন্টের শুভ উদ্বোধন

ফকিরহাট প্রতিনিধি

আপডেট : ১০:৪৯ পিএম, বৃহস্পতিবার, ১৪ ডিসেম্বর ২০২৩ | ২২৩

ব্র্যাক ওয়াশ কর্মসূচি কর্তৃক নির্মিত ১৩ ডিসেম্বর বুধবার বেলা ১২টায় ফকিরহাট কারামতিয়া ফাজিল মাদ্রাসায় ওয়াটার পয়েন্টের শুভ উদ্বোধন করেন মাদ্রাসার অধ্যক্ষ এবিএম আঃ মান্নান।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লালচন্দ্রপুর মাদ্রাসার সুপার মাওলানা মিজানুর রহমান, হযরত আমীর হামজা মাদ্রাসার সুপার মাওলানা মোজাফফর হোসাইন, খানজাহানপুর আলিম মাদ্রাসার অধ্যক্ষ আবু বক্কার সিদ্দিক, ফকিরহাট কারামতিয়া মাদ্রাসার সহকারী অধ্যাপক, মাও: বোরহানুজ্জামান, আমীনুল ইসলাম, সৈয়দ আব্দুর রাকিব, আবুল মাসুম, মহিদুল ইসলাম, মাওলানা ওবাইদুল্লাহ, সুফিয়া খাতুন, ফারহানা খাতুন, নুরজাহান খাতুন ও সাইমা খাতুন।

এসময় উপস্থিত ছিলেন অভিভাবক সদস্য বাবলু শেখ, আঃ সামাদ, কামরুজ্জামান টুকু, শেখ হুমায়ুন কবির সহ মাদ্রাসার শিক্ষক-শিক্ষিকাবৃন্দ শিক্ষার্থীবৃন্দ। ব্র্যাকের কর্মসূচি কর্মকর্তা শেফালী আক্তার ও উজ্জ্বলা বেগম জানান, স্বাস্থ্য রক্ষায় ওয়াটার, স্যানিটেশন হাইজিন (ওয়াশ) অভ্যাস গড়ে তোলার লক্ষে প্রকল্প হাতে নিয়েছে ব্র্যাক।

এ প্রকল্পের অধীনে ছাত্র-ছাত্রীদের মধ্যে নিরাপদ পানি সরবরাহ, স্বাস্থ্যসম্মত পৃথক ল্যাট্রিন স্থাপন, ছাত্রীদের চেঞ্জরুম, বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রম পরিচালনা করা হবে। একই সাথে শিক্ষার্থীদের পরিচ্ছন্নতার অভ্যাস গড়ে তুলতে কাজ করবে এ প্রকল্প।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
  • নির্বাচিত