কয়লা নিয়ে মোংলা বন্দরে ভিড়েছে বিদেশী বাণিজ্যিক জাহাজ "এমভি ওশান বে"

মাসুদ রানা.মোংলা

আপডেট : ০৮:২৯ পিএম, মঙ্গলবার, ১৯ ডিসেম্বর ২০২৩ | ১৪১

রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের কয়লা নিয়ে মোংলা বন্দরে ভিড়েছে এমভি ওশান বে নামক একটি বাণিজ্যিক জাহাজ। আইল অফ ম্যান পতাকাবাহী ওই জাহাজটি মঙ্গলবার ভোরে মোংলা বন্দরের বহিঃনোঙ্গার সুন্দরী কোটায় নোঙ্গর করে।



কয়লাবাহী জাহাজটির স্থানীয় শিপিং এজেন্ট টগি শিপিং এন্ড লজিষ্টিকের উপব্যবস্থাপক খন্দকার রিয়াজুল হক জানান, ইন্দোনেশিয়ার মুয়ারা পান্তাই বন্দর থেকে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের জন্য ৫৫ হাজার মেট্রিক টন কয়লা নিয়ে ছেড়ে আসা জাহাজ 'এমভি ওশান বে' মঙ্গলবার বেলা দুপুরে মোংলা বন্দরের নোঙ্গর করে। কয়লাবাহী বিদেশী জাহাজটির ড্রাফট বেশি থাকার কারণে বহিঃনোঙ্গরে কিছু কয়লা খালাস করা হবে।



তিনি আরো জানান, সুন্দরী কোটায় কিছু কয়লা বাণিজ্যিক জাহাজ থেকে লাইটারে খালাস করে বিদেশী জাহাজটি উঠে আসবে হারবাড়িয়া এলাকায়। সেখান থেকে সব কয়লা লাইটার জাহাজে যোগে খালাস করে নেয়া হবে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের জেটিতে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
  • নির্বাচিত