কচুয়ায় নির্বাচনী পথ সভায়

বিএনপি ধর্ম ভিত্তিক রাজনীতি করে, আমরা ধর্ম নিরপেক্ষ রাজনীতি করি-শেখ তন্ময়

মো.সুজন আলী খান

আপডেট : ১০:৫৫ পিএম, মঙ্গলবার, ২৬ ডিসেম্বর ২০২৩ | ৩৪০

বিএনপি ধর্ম ভিত্তিক রাজনীতি করে,আমরা ধর্ম নিরপেক্ষ রাজনীতি করি। ১৯৭১ সালে বাঙ্গালীজাতি ঐক্যবদ্ধ হয়ে যুদ্ধ করেছিল। আওয়ামীলীগ সরকার ক্ষমতায় এসে এ দেশের সকল শ্রেণি পেশা সহ সকল ধর্মের মানুষ নিরাপদে শান্তিতে বসবাস করে। বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশের উন্নয়নে নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন। বিএনপি জামায়াত স্বাধীনতার পর থেকে একের পর এক ষড়যন্ত্র করে আসছে। বিএনপি নির্বাচনকে ভয় পায়। তারা সন্ত্রাস নৈরাজ্য করে দেশকে অস্থিতিশীল করতে চায়।

মঙ্গলবার সন্ধ্যায় বাগেরহাটের কচুয়া উপজেলার বাধাল বাজারের মাঠে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পথসভায় বাগেরহাট-২ আসনের আওয়ামীলীগের প্রার্থী শেখ সারহান নাসের তন্ময় এসব কথা বলেছেন।এসময় তিনি ৭ জানুয়ারীর নির্বাচনে দলমত নির্বিশেষে নৌকায় ভোট দেওয়ার আহবান জানান।

বাধাল ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি কোতোয়াল ইলিয়াচ আহম্মেদের সভাপতিত্বে পথ সভায় উপস্থিত ছিলেন, জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এ্যাডঃ ভুইয়া হেমায়েত উদ্দিন, সাংগঠনিক সম্পাদক, নকিব নজিবুল হক নজু, উপজেলা আওয়ামীলীগের সভাপতি (ভারপ্রাপ্ত) অধ্যক্ষ মোঃ সাইফুল ইসলাম, উপজেলা মাহিলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান নাজমা সরোয়ার, জেলা যুবলীগের সাধারন সম্পাদক মীর জয়েসি আশরাফি জেমস্, বাধাল ইউপি চেয়ারম্যান নকিব ফয়সাল অহিদ, সাবেক চেয়ারম্যান খান আঃ কাদের,বাধাল ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক, সরদার দেলোয়ার হোসেন, বীরমুক্তিযোদ্ধা নিমাই চন্দ্র দাস সহ সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ ।

এর আগে তিনি গোপাাৃলপুর শহীদ আসাদ স্মৃতি মাধ্যমিক বিদ্যালয় মাঠে এক পথ মভা অনুষ্ঠিত হয়। এতে অন্যান্য অতিথি ছাড়াও উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক শিকদার আবু বক্কর সিদ্দিক, যুগ্ম সাধারন সম্পাদক শিকদার কামরুল হাসান কচি,বীরমুক্তিযোদ্ধা শেখ আনোয়ার হোসেন, ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি লিটু খান সহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
  • নির্বাচিত