চোরাকারবারি চক্রের মূলহোতাকে আটক করেছে মোংলা কোস্টগার্ড পশ্চিম জোন

মাসুদ রানা,মোংলা 

আপডেট : ০২:৪৭ পিএম, বৃহস্পতিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৪ | ১৮৭

শুল্ক ফাঁকি দিয়ে পাচার করার সময় ভারতীয় ঔষধের চালানসহ চোরাকারবারি চক্রের মূলহোতাকে আটক করেছে কোস্টগার্ড পশ্চিম জোন।
আটক চোরাকারবারি চক্রের মূলহোতা হলেন- সাতক্ষীরার শ্যামনগর উপজেলার কৈখালীর বাসিন্দা আরিফ হোসেন খাঁন (৩৩)।
২২ ফেব্রুয়ারি বৃহস্পতিবার দুপুরে এতথ্য নিশ্চিত করেন কোস্টগার্ড পশ্চিম জোন মোংলা সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট মুনতাসির ইবনে মহসীন।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাত আনুমানিক সাড়ে ১২টায় কোস্টগার্ড পশ্চিম জোন অধিনস্থ বিসিজি স্টেশন কৈখালীর একটি আভিযানিক দল সাতক্ষীরা জেলার শ্যামনগর থানাধীন পাঁচ গাঙ্গের মুখ কালিন্দী নদী সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে সন্দেহজনক একটি কাঠের ডিঙ্গি নৌকা তল্লাশি করে শুল্ক ফাঁকি দিয়ে পাচার করে আনা বিপুল পরিমাণ ভারতীয় ঔষধসহ চোরাকারবারি আরিফ হোসেন খান (৩৩) কে আটক করা।এ সময়ে ১টি দেশীয় দা এবং ঔষধ পরিবহন কাজে ব্যবহৃত কাঠের ডিঙ্গি নৌকা জব্দ করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে চোরাকারবারি আরিফ জানায়, ভারতীয় সীমান্ত এলাকা দিয়ে ঔষুধসহ বিভিন্ন পণ্য অবৈধভাবে পাচার করে দেশের বিভিন্ন এলাকায় পাঠানো হয়। তাদের একটি বড় চোরাই সিন্ডিকেট রয়েছে।
পরবর্তীতে আটক চোরাকারবারি এবং জব্দকৃত শুল্ক ফাঁকি দেওয়া ভারতীয় অবৈধ ঔষধের আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য শ্যামনগর থানায় হস্তান্তর করা হয়েছে।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
  • নির্বাচিত