ভান্ডারিয়ায় স্বাধীনতার পতাকা উত্তোলন দিবস পালিত

ভান্ডারিয়া (পিরোজপুর) প্রতিনিধি

আপডেট : ০৭:৫৫ পিএম, বুধবার, ৬ মার্চ ২০২৪ | ১৩৯

স্বাধীনতার পতাকা উত্তোলন দিবস উপলক্ষে পিরোজপুরের ভান্ডারিয়ায় বুধবার সকালে কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

ভান্ডারিয়া উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড এর উদ্যোগে মুক্তিযোদ্ধা সন্তান ও উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক এহসাম হাওলাদার এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার ইয়াছিন আরাফাত রানা, ভান্ডারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবির হোসেন মাহামুদ, উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও পৌর মেয়র ফাইজুর রশিদ খসরু জোমাদ্দার, পিরোজপুর জেলা আওয়ামী লীগের ত্রান ও সমাজকল্যাণ বিশয়ক সম্পাদক সিদ্দিকুর রহমান মন্টু হাওলাদার, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও জেলা পরিষদ সদস্য লিয়াকত আলী তালুকদার, বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা বাচ্চু, বীর মুক্তিযোদ্ধা নিজামুল হক নান্না প্রমূখ ।


সভায় ভান্ডারিয়ায় প্রথম পতাকা উত্তলন কারী, ততকালীন ছাত্রলীগের সভাপতি ও প্রয়াত বীর মুক্তিযোদ্ধা দেলোয়ার হোসেন ফারুক হাওলাদার, ছাত্রলীগের সাধারণ সম্পাদক ও বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা বাচ্চু হাওলাদার, বীর মুক্তিযোদ্ধা নেজামুল হক নান্না, বীর মুক্তিযোদ্ধা বেলায়েত হোসেন বেপারি, বীর মুক্তিযোদ্ধা আব্দুল লতিফ, আলমগীর হোসেন সিকদার ও প্রয়াত মুক্তিযোদ্ধা সিদ্দিকুর রহমান কে সম্মাননা প্রদান করা হয়।


উল্লেখ্য ১৯৭১ সনে ৬ মার্চ বীর মুক্তিযোদ্ধারা পাকিস্তানের পতাকা নামিয়ে ভান্ডারিয়ায় প্রথম বাংলাদেশের পতাকা উত্তোলন করেন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
  • নির্বাচিত