সর্বোচ্চ তাপমাত্রা বাগেরহাটে

আপডেট : ১১:৪৯ পিএম, মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪ | ৭৩

সংগৃহিত

অতি তীব্র তাপদাহের মঙ্গলবার বাগেরহাটের তাপমাত্র রেকর্ড ভঙ্গ করে ৪২ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াসে দাঁড়িয়েছে। জেলাজুড়ে বয়ে যাওয়া অতি তীব্র হিটওয়েভের মধ্যে মঙ্গলবার বিকাল ৩টা ২০মিনিটে মোংলা আবহাওয়া পর্যবেক্ষণাগারে এই তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।

এসময়ে বাতাসের আর্দ্রতা ছিল মাত্র ৩০ শতাংশ। ১৯৭৮ সালে মোংলা আবহাওয়া অফিস স্থাপনের পর চলতি ২০ এপ্রিল সর্বকালের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৪১ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। মাত্র ১০ দিনের মধ্যে সে রেকর্ড ভঙ্গ করে মঙ্গলবার বিকাল ৩টা ২০ মিনিটে তাপমাত্রার পারদ উঠে যায় ৪২ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াসে। যা বাগেরহাট জেলার সর্বকালের সর্বোচ্চ তাপমাত্রা।


মোংলা আবহাওয়া অফিসের প্রধান আবহওয়াবিদ মো. হারুন অর রশিদ জানান, বুধবার বিকাল ৩টা ২০মিনিটে মোংলা আবহাওয়া পর্যবেক্ষণাগারে তাপমাত্রা রেকর্ড করা হয় ৪২ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। এসময়ে বাতাসের আর্দ্রতা ছিল মাত্র ৩০ শতাংশ। বৃষ্টি না হলে বাগেরহাটের তাপমাত্র আরো বাড়তে পারে বলে জানান এই আবহওয়াবিদ।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
  • নির্বাচিত