বর্তমান সরকার মাদক নির্মূল করতে সক্ষম হবে - জেলা প্রশাসক

মেহেদী হাসান লিপন,মোরেলগঞ্জ

আপডেট : ০৬:০৬ পিএম, বৃহস্পতিবার, ২৪ মে ২০১৮ | ৯৬০

মাদকের বিরুদ্ধে বর্তমান সরকার জিরো টলারেন্স ঘোষনা করছে। সরকার যেমন জঙ্গিবাদ নির্মূল করতে সক্ষম হয়েছে তেমনি করে মাদক নির্মূল করতে সক্ষম হবে। কোন অবস্থায় মাদককে ছাড় দেয়া হবেনা। বৃহস্পতিবার বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার বারইখালী ইউনিয়ন পরিষদ পরিদর্শন ও মতবিনিময় সভায় জেলা প্রশাসক তপর কুমার বিশ্বাস এ কথা বলেন।


তিনি আরো বলেন, বাংলাদেশ এখন উন্নয়নশীল দেশের তালিকায় অন্তর্ভূক্ত। বর্তমান সরকার উন্নয়ন মূলক সরকার। এ সরকারের আমলে একের পর এক উন্নয়ন কার্যক্রম চলছে। বঙ্গবন্ধু স্যাটেলাইট এ সরকারের একটি বিশেষ অর্জন। তথ্য প্রযুক্তিতে আমরা আরো এগিয়ে যাচ্ছি।


বারইখালী ইউনিয়ন পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো.কামরুজ্জামান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আলমগীর হুসাইন। মতবিনিময় সভায় জেলা প্রশাসক এলাকার সর্বস্তরের জনসাধারনের সাথে কথা বলেন এবং এলাকাবাসীর বিভিন্ন সমস্যা সমাধানের বিষয়ে দিকনির্দেশনা প্রদান করেন।


বারইখালী ইউনিয়ন চেয়ারম্যান শফিকুর রহমান লাল এর সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি সবুর মোল্লা, আওয়ামীলীগ নেতা মাষ্টার আব্দুল মান্নান, ইউনিয়ন ছাত্রলীগ নেতা রেজাউল ইসলাম খান, রাসের গাজী, প্রধান শিক্ষক মনোজ কুমার ঢালী, প্রধান শিক্ষকা কল্পনা রানী ,এফডব্লিউভি আফরোজা পারভীন, সাংবাদিক মেহেদী হাসান লিপন ,শামীম আহসান মল্লিক প্রমুখ। মতবিনিময় সভায় ইউনিয়নের রাজনৈতিক নেতৃবৃন্দ, সমাজ সেবক, শিক্ষক, সুধিজন, ইউপি সদস্য ও সদস্যা সহ শতাধিক ব্যক্তি অংশগ্রহন করেন।


জেলা প্রশাসক তপর কুমার বিশ্বাস দ্বিতীয় দফায় উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে উপজেলার বিভিন্ন সরকারী কর্মকর্তা ও সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন। এসময় উপজেলা চেয়ারম্যান এ্যাড.শাহ-ই-আলম বাচ্চু , ভাইস চেয়ারম্যান ফাহিমা খাতুন, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ অনুপম রায় উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
  • নির্বাচিত