যাত্রাপুর ইউনিয়নের উম্মুক্ত বাজেট ঘোষণা

স্টাফ রিপোর্টার

আপডেট : ১২:০২ এএম, বুধবার, ৩০ মে ২০১৮ | ৮২০

বাগেরহাটের যাত্রাপুর ইউনিয়ন পরিষদের উম্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার বিকেলে ষাটগুম্বুজ ইউনিয়ন পরিষদ মিলনায়তনে ২০১৮-১৯ অর্থবছরের জন্য ১ কোটি ২২ লাখ ০৮ হাজার ৯শ ৯৩ টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা করেন ইউনিয়ন পরিষদের সচিব জয়দেব কুমার হুই।

উম্মুক্ত বাজেট আলোচনা সভায় যাত্রাপুর ইউপি চেয়ারম্যান এম এ মতিনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, বাগেরহাট স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মোঃ জহিরুল ইসলাম।


এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, বাগেরহাট সদর উপজেলা চেয়ারম্যান খান মুজিবর রহমান, স্থানীয় সরকার বিভাগের বাগেরহাট জেলা ফ্যাসিলিটেটর শ্যামল কুমার রায়, রাংদিয়া স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোঃ রুহুল আমিন, যাত্রপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বেগ এমদাদুল হক বাচ্চু, নারী নেত্রী রিজিয়া পারভিন প্রমুখ।


পরে অতিথিবৃন্দ ইউনিয়ন পরিষদের প্রথম ৩জন করদাতা, শ্রেষ্ঠ ট্রেডলাইসেন্স প্রদানকারীসহ বিভিন্ন ক্যাটাগেরিতে পুরস্কার প্রদান করেন।


অনুষ্ঠানে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, সুশিল সমাজ ও সেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধি, ধর্মীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
  • নির্বাচিত