লুঙ্গিসহ বিভিন্ন ত্রাণ সামগ্রী

রোহিঙ্গাদের মাঝে কচুয়া উপজেলা চেয়ারম্যানের ত্রাণ বিতরণ

স্টাফ রিপোর্টার

আপডেট : ১০:৩১ পিএম, বুধবার, ৪ অক্টোবর ২০১৭ | ১১৭১

কচুয়া উপজেলা চেয়ারম্যানের ত্রাণ বিতরণ

মিয়ানমারের আরাকান রাজ্যে সেনাবাহিনীর নিপীড়নে বাংলাদেশে পালিয়ে আসা রোহিঙ্গাদের মাঝে লুঙ্গিসহ বিভিন্ন ত্রাণ সামগ্রী বিতরণ করেছেন বাগেরহাটের কচুয়া উপজেলা চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা এস এম মাহাফুজুর রহমান। বুধবার দুপুর ১২টা থেকে কক্সবাজারের উখিয়ায় কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে তিনি এক হাজার লুঙ্গি বিতরণ করেন। বৃহস্পতিবারও ত্রাণ বিতরণ করবেন তিনি।

লুঙ্গি বিতরণকালে এস এম মাহফুজুর রহমান বাগেরহাট টুয়েন্টি ফোরকে বলেন, সরকার তাদের খাবার, বাসস্থানসহ মৌলিক চাহিদাগুলো পূরণ করার চেষ্টা করছে। তাই সরকারের এ মহৎ উদ্যোগের সঙ্গে আমরাও যোগ দিয়েছি।

তিনি আরও বলেন, শেখ হাসিনা বিশ্বনেত্রী। তার নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। ঠিক তেমনি তিনি রোহিঙ্গা সমস্যা সমাধানে বিশ্বে জনমত গড়ে তুলছেন।

এসময় বাগেরহাট যুবলীগ নেতা মেহেদী হাসান বাবু, বিশিষ্ট্য ব্যবসায়ী বদিউজ্জামান খোকন, শিক্ষক শিক্ষক আব্দুল আলিম, আবু জাফর, রাড়ীপাড়া ইউপি সদস্য মোঃ দেলোয়ার হোসেন, খান লুৎফর রহমান, ব্যবসায়ী মনিরুল ইসলাম তার সাথে ছিলেন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
  • নির্বাচিত