শরণখোলায় এজেন্ট ব্যাংকের বিদ্যুৎ বিল জমা কার্যক্রম উদ্বোধন

মহিদুল ইসলাম, শরণখোলা

আপডেট : ০৪:১৩ পিএম, বুধবার, ৬ জুন ২০১৮ | ২৪০৭

শরণখোলায় ব্যাংক এশিয়া এজেন্ট ব্যাংকের মাধ্যমে বিদ্যুৎ বিল জমা কার্যক্রম চালু হয়েছে। বুধবার দুপুরে উপজেলা সদর রায়েন্দা বাজার শের-এ বাংলা সড়কে অবস্থিত উদয়ন ব্যাংক এশিয়ার আউটলেটে বিল কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লিংকন বিশ্বাস।

এসময় রায়েন্দা ইউনিয়ন পরিষদের চেয়রাম্যান আসাদুজ্জামান মিলন, পিরোজপুর পল্লী বিদ্যুৎ সমিতির মোরেলগঞ্জের ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) মো. জুলফিকার রহমান, প্রেসকাবের সভাপতি ইসমাইল হোসেন লিটন, সাধারণ সম্পাদক মহিদুল ইসলাম, ব্যাংক এশিয়া এজেন্ট ব্যাংকিংয়ের খুলনা বিভাগীয় প্রধান মো. তুহিন, উদয়ন বাংলাদেশ’র নির্বাহী পরিচালক ও ব্যাংক এশিয়ার এজেন্ট শেখ আসাদুজ্জামান প্রমূখ উপস্থিত ছিলেন।

ব্যাংক এশিয়া’র শরণখোলার এজেন্ট শেখ আসাদুজ্জামান বাগেরহাট টুয়েন্টি ফোরকে জানান, গত ২৯ মে পিরোজপুর পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজারের (জিএম) কার্যালয়ে বিদ্যুৎ বিল জমা কার্যক্রম পরিচালনার বিষয়ে ব্যাংক এশিয়ার সঙ্গে চুক্তি হয়। এর আগে সোনালী ব্যাংকের মাধ্যমে শরণখোলায় বিদ্যুৎ জমা নেওয়া হতো। কিন্তু সোনালী ব্যাংক বিল নেওয়া বন্ধ করে দেওয়ায় প্রায় একবছর ধরে পল্লী বিদ্যুতের গ্রাহকরা বিল জমা নিয়ে চরম বিড়ম্বনায় পড়েন। ব্যাংক এশিয়া গ্রাহকদের দুর্ভোগের কথা ভেবে বিল নেওয়ার জন্য পল্লী বিদ্যুত সমিতির সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
  • নির্বাচিত