বাংলাদেশের নারী ক্রিকেট দলকে বাংলাদেশ স্পোর্টস কাউন্সিল অব আমেরিকা’র অভিনন্দন

 নিউ ইর্য়ক 

আপডেট : ০৩:৫২ পিএম, রোববার, ১০ জুন ২০১৮ | ৯১৮

ইতিহাস গড়ল বাংলাদেশের নারী ক্রিকেট দল। এশিয়া কাপে ছয় বারের শিরোপা জয়ী ভারতকে তিন উইকেটে হারাল লাল-সবুজ প্রমীলা বাহিনী। বাংলাদেশ স্পোর্টস কাউন্সিল অব আমেরিকা’র সভাপতি মহিউদ্দিন দেওয়ান ও ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক মোহাম্মাদ রশিদ রানা বাংলাদেশ মহিলা দলকে চ্যাম্পিয়ান হওয়া অভিন্দন জানিয়েছেন।

রোববার কুয়ালালামপুরের কিনরারা একাডেমি ওভাল স্টেডিয়ামে স্বগৌরবে উড়ল বাংলাদেশের পতাকা।

টাইগ্রেসদের এ জয় যেন এক ঐতিহাসিক মঞ্চ রচনা। এশিয়া কাপের ছয় আসরের সবকটিতেই চ্যাম্পিয়ন শিরোপা ঘরে তুলেছে ভারত।

অন্যদিকে এবারই প্র্রথমবার ফাইনালে উঠেছে বাংলাদেশ। সে হিসেবে ফাইনালে একেবারেই অনভিজ্ঞ একটি দল বাংলাদেশ শক্তিশালী ভারতকে হারিয়ে শিরোপা ঘরে তুলল।

আরও অভিন্দন জানিয়েছেন বাংলাদেশ স্পোর্টস কাউন্সিল অব আমেরিকা’র সহ সভাপতি- মিসবা আবদীন ও ওয়াহিদ কাজী এলিন, সাংগঠনিক সম্পাদক- সাইকুল ইসলাম, কোষাধ্যক্ষ- মফিজুল ইসলাম রুমী, প্রচার সম্পাদক- তৈয়বুর রহমান টনি ও দপ্তর সম্পাদক- আব্দুল কাদির লিপু।

কার্যকরী পরিষদের সদস্যরা হলেন- আব্দুল বাসিত খান বুলবুল, সৈয়দ এনায়েত আলী, কাজী তোফায়েল ইসলাম, আবু তাহির আসাদ, জহির উদ্দিন জুয়েল, নওশাদ হোসেন সিদ্দিকী, শাহাদৎ হোসেন, জাকির হোসেন, রফিকুল ইসলাম ডালিম, ইয়াকুত রহমান, আবিদ হোসেন মিষ্ঠু, সাইফুল আলম, মিজানুর রহমান চৌধুরী ও আশরাফুজ্জামান খান লিটন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
  • নির্বাচিত