বাগেরহাটে সুবিধা বঞ্চিত শিশুরা পেল ঈদের নতুন পোশাক

আলী আকবর টুটুল

আপডেট : ০৪:৫৮ পিএম, শুক্রবার, ১৫ জুন ২০১৮ | ১০৪৯

ঈদের একদিন আগে সুবিধা বঞ্চিত ২৮ শিশুকে নতুন পোশাক প্রদান করেছেন বাগেরহাট জেলা প্রশাসক তপন কুমার বিশ্বাস। শুক্রবার বিকেলে শহরের জেলা প্রশাসকের বাস ভবনে এ সুবিধা বঞ্চিত শিশুদের হাতে ঈদ উপলক্ষে নতুন পোশাক তুলে দেয়া হয়।

জাতীয় শিশু বিষয়ক টাস্ক ফোর্স (এনসিটিএফ) শহরের বিভিন্ন এলাকা ঘুরে সুবিধা বঞ্চিত শিশুদের বাছাই করেন।

এসময় জেলা প্রশাসককের সহ ধর্মিনী প্রমিলা সরকার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ জহিরুল ইসলাম, জেলা শিশু কর্মকর্তা মোঃ আছাদুজ্জামান উপস্থিত ছিলেন।

রেল কলোনিতে বসবাসরত রফিক নতুন পোশাক পেয়ে উচ্ছাসিত কন্ঠে বাগেরহাট টুয়েন্টি ফোরকে বলেন, ঈদের আগে বাবা-মা নতুন পোশাক কিনে দিতে পারেননি। আজকে নতুন পোশাক পেয়ে খুব আনন্দ লাগছে।

শিশু ফাতেমা বাগেরহাট টুয়েন্টি ফোরকে বলেন, মা অন্যের বাসায় কাজ করেন। নতুন পোশাক ক্রয়ের সামর্থ্য আমাদের নেই। তাই বড় স্যারেরা নতুন জামা দেয়ায় আমি খুব খুশি হইছি।

জেলা প্রশাসক তপন কুমার বিশ্বাস বাগেরহাট টুয়েন্টি ফোরকে বলেন ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে এ আমার আয়োজন। ঈদের আগে সুবিধা বঞ্চিত শিশুরা নতুন পোশাক পেয়ে ওরা যেমন খুশি, আমিও খুশি। প্রতিটি এলাকার সুবিধা বঞ্চিতদের সহযোগিতায় বিত্তবানদের এগিয়ে আসার আহবান জানান তিনি।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
  • নির্বাচিত