বাগেরহাটে আর্ন্তজাতিক পাবলিক সার্ভিস দিবস পালিত

আলী আকবর টুটুল

আপডেট : ০১:৩১ পিএম, শনিবার, ২৩ জুন ২০১৮ | ৪৯৮

বাগেরহাটে আর্ন্তজাতিক পাবলিক সার্ভিস দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে শনিবার সকালে বাগেরহাট স্বাধীনতা উদ্যান থেকে একটি বর্ণাঢ্য র‌্যালী বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করেন।


পরে জেলা প্রশাসন আয়োজিত স্বাধীনতা উদ্যানে জেলা প্রশাসক তপন কুমার বিশ্বাসের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন, বাগেরহাট পুলিশ সুপার পঙ্কজ চন্দ্র রায়, অতিরিক্ত জেলা প্রশাসক মো. জহিরুল ইসলাম, সিভিল সার্জন ডা. অরুন চন্দ্র মন্ডল, গনপুর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী শতীনাথ বসাক, কৃষি সম্প্রসারন অধিদপ্তরের উপ-পরিচালক মো. আফতাব উদ্দিন, সরকারী পিসি কলেজের অধ্যক্ষ অভিজিৎ বসু, প্রানী সম্পদ কর্মকর্তা ডা. মো. সাইদুজ্জামান, বিশিষ্ট শিক্ষাবিদ মোজাফফ্র হোসেন প্রমুখ।


বক্তরা বলেন, জনগনের সেবা দিতে সকলকে আন্তরিক হতে হবে। প্রত্যেক নাগরিকের সেবা দেবার জন্য আমরা সার্ভিস করছি। তারা যাতে সঠিক সেবা পেতে পারে তার জন্য সচেষ্ট হতে হবে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
  • নির্বাচিত