বাগেরহাটে মাদক মামলায় এক ব্যক্তির ৫ বছর কারাদন্ড

আলী আকবর টুটুল

আপডেট : ০৭:০৯ পিএম, সোমবার, ২৩ জুলাই ২০১৮ | ৫৫২

বাগেরহাটে মাদক মামলায় আশাফুর রহমান গাজী (৫৪) নামে এক মাদক ব্যবসায়ীর পাঁচ বছরের সশ্রম কারাদ-াদেশ দিয়েছেন আদালত। সোমবার (২৩ জুলাই) দুপুরে আসামীর উপস্থিতিতে বাগেরহাটের অতিরিক্ত জেলা ও দায়রা জজ ২য় আদালতের বিচারক মো. জাকারিয়া হোসেন এ আদেশ দেন। একই সাথে আসামীকে পাঁচ হাজার টাকা অর্থদ-, অনাদায়ে আরও পাঁচ মাসের সশ্রম কারাদ-ের আদেশ দেন আদালত।


দন্ডপ্রাপ্ত আশাফুর রহমান সাতক্ষীরা জেলার আশাশুনি উপজেলার জামাল নগর গ্রামের প্রয়াত আমজেদ গাজীর ছেলে।


রাষ্ট্রপক্ষের মামলা পরিচালনা করেন আদালতের সরকারি সহকারি কৌঁসুলি (এপিপি) সীতা রানী দেবনাথ, ২০১৩ সালের ১১ নভেম্বর দুপুরে মোংলা পোর্ট পৌরসভার বাগেরহাট জেটিতে থাকা একটি ইঞ্জিন চালিত নৌকা থেকে ১‘শ৩০ বোতল ফেনসিডিলসহ আশাফুর রহমান গাজীকে আটক করে পুলিশ। ওই ঘটনায় মোংলা থানার উপ-পরিদর্শক (এসআই) মারফত আলী দুইজনকে আসামি করে মামলা দায়ের করে। মামলার তদন্তকারী কর্মকর্তা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) রফিকুল ইসলাম আশাফুর রহমানের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দালিখ করেন। ৬ জন স্বাক্ষীর স্বাক্ষ গ্রহণ শেষে আদালত এ রায় দেন। আসামি পক্ষে আইনজীবী ছিলেন হাওলাদার মো. বেল্লাল হোসেন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
  • নির্বাচিত