ফকিরহাটে রাস্তা নির্মানে অনিয়মের অভিযোগ

ফকিরহাট প্রতিনিধি

আপডেট : ০৬:৩০ পিএম, বৃহস্পতিবার, ২৬ জুলাই ২০১৮ | ৫৭৪

ফকিরহাট উপজেলার মুলঘর ইউনিয়নের শান্তিগঞ্জ মোড় এলাকা থেকে কাথলীর শুকের দোকান পর্যন্ত প্রায় সাড়ে তিন কিলোমিটারের রাস্তাটির কাজ মাত্র ১৫-২০ দিন আগে সম্পন্ন হয়েছে। এই রাস্তা নির্মানে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। গত অর্থ বছরে প্রায় ৭০ লক্ষ টাকা বরাদ্দের এ কাজটির দায়িত্ব পান মের্সাস ঝর্না এন্টারপ্রাইজ। কিন্তু দুঃখের বিষয় হলো রাস্তা পিচ ও পাথরের মিশ্রন ভালো মতো না থাকায় কাজ শেষ হতে না হতেই রাস্তাটির বিভিন্ন স্থানে ছোট বড় গর্ত হয়ে খোয়া ওঠা শুরু হয়েছে।

এলাকাবাসির অভিযোগে সরেজমিনে গিয়ে রাস্তার চিত্র দেখে মনে হয়েছে কোন মতে দায় সেরেছে উক্ত রাস্তার ঠিকাদার গন। স্থানীয় বাসিন্দারা বলেন, আমাদের দেশের প্রধানমন্ত্রী চান দেশের উন্নয়ন হোক কিন্তু যারা তৃনমূল পর্য়ায়ে প্রধানমন্ত্রীর চাওয়াকে বাস্তবায়ন করার জন্য বিভিন্ন দায়িত্বে নিয়োজিত আছেন তারা আজ নষ্ঠ ও কলুষিত হয়ে গেছে। তারা আজ অর্থের লোভে জনগনের সম্পদ লুটেপুটে খাওয়া শুরু করেছে। উক্ত রাস্তার কাজ দেখভালের দায়িত্বে যারা আছেন তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট উর্দ্ধতন কর্তৃপরে নজরদারি বাড়ানোর জন্য জোড় তাগিদ দেন স্থানীয় ভুক্তভোগীরা।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
  • নির্বাচিত