বালি উত্তোলন মেশিন জব্দ

মোরেলগঞ্জে লাইসেন্সবিহীন মোটর ড্রাইভারদের জরিমানা

মেহেদী হাসান লিপন

আপডেট : ১১:১০ পিএম, রোববার, ৫ আগস্ট ২০১৮ | ৯১৫

মোরেলগঞ্জে রোববার সকালে অবৈধভাবে বালি উত্তোলনের মেশিন জব্দ সহ লাইসেন্সবিহীন মোটরযান ড্রাইভারদের জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্টেট মো. কামরুজ্জামান থানা পুলিশের সহযোগীতায় এ ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন।


উপজেলা পুটিখালী ইউনিয়নের বুধের হাটের সন্নিকটে কচুয়া উপজেলার কাঠালতলা গ্রামের আলি শেখ মেশিন দিয়ে অত্র গ্রামের আবুল খান ও আজিজুল হাওলাদারের বাড়িতে অবৈধভাবে বালি উত্তোলন করে পরিবেশ বিনষ্ট করছে । এমন অভিযোগে প্রেক্ষিতে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্টেট মো. কামরুজ্জামান ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন। এসময় ভ্রাম্যমান আদালতের টের পেয়ে অবৈধ বালি উত্তোলনকারীরা পালিয়ে গেলে বালি উত্তোলনের কাজে ব্যবহৃত মেশিন জব্দ করা হয়।

অপরদিকে মোরেলগঞ্জ-শরণখোলা মহাসড়কে ভ্রাম্যমান আদালত ড্রাইভিং লাইসেন্স ধারণ না করার অভিযোগে ৮ মোটর সাইকেল ড্রাইভারকে ৫ শ’ টাকা করে ও ২ বাস ড্রাইভারকে দেড় হাজার ও ১ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। মোটরযান অধ্যাদেশ ১৯৮৩ আইনে এদের জরিমানা করা হয় বলে জানা গেছে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
  • নির্বাচিত