চিতলমারী সম্মিলনী মাধ্যমিক বিদ্যালয়ের নির্বাচন শান্তিপূর্ন ভাবে সম্পন্ন

চিতলমারী প্রতিনিধি

আপডেট : ০৫:৪০ পিএম, সোমবার, ৬ আগস্ট ২০১৮ | ৯৭৫

চিতলমারী উপজেলার সম্মিলনী মাধ্যমিক বিদ্যালয়ের পরিচালনা কমিটির নির্বাচন শান্তিপূর্ন ভাবে সম্পন্ন হয়েছে। সোমবার সকাল ৮ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত উৎসব মূখর পরিবেশের মধ্য দিয়ে এখানে ভোট গ্রহণ করা হয়। এ নির্বাচনকে ঘিরে আইন শৃঙ্খলা রাকারী বাহিনী কঠোর অবস্থানে ছিলো।


নির্বাচনের প্রিজাইডিং অফিসার ও মাধ্যমিক শিা কর্মকর্তা মোঃ মফিজুর রহমান বাগেরহাট টুয়েন্টি ফোরকে জানান, এ নির্বাচনে মোট ৬ জন প্রার্থীর মধ্যে ৪ জন বিজয়ী হয়েছেন। নির্বাচনে ২০৯ ভোট পেয়ে মোঃ খবির উদ্দিন মলিক প্রথম স্থান, মোঃ লিটন শেখ ২০৬ ভোট পেয়ে দ্বিতীয় স্থান, ১৭৫ ভোট পেয়ে মোঃ মিজানুর রহমান তৃতীয় স্থান ও ১৬৫ ভোট পেয়ে মোঃ আব্দুর রহমান ধুনী চতুর্থ স্থান অর্জন করেছেন। নির্বাচনে মোট ৪২২ ভোটারের মধ্যে ৩৫৩ জন ভোটার ভোটাধিকার প্রয়োগ করেন। এর মধ্যে ৮টি ভোট বাতিল বলে গন্য হয়।


এ সময় চিতলমারী থানার অফিসার ইনচার্জ অনুকুল সরকার, সদর ইউপি চেয়ারম্যান মোঃ নিজাম উদ্দিন শেখ, মুক্তিযোদ্ধা, শিক, সাংবাদিক ও সুধি সমাজের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এ নির্বাচনে সকলে সহযোগিতা করায় প্রিজাইডিং অফিসার ও মাধ্যমিক শিা কর্মকর্তা মোঃ মফিজুর রহমান সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করেছেন ।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
  • নির্বাচিত