ফকিরহাটে জাতীয় শোক দিবস পালিত

ফকিরহাট প্রতিনিধি

আপডেট : ০৬:২৭ পিএম, বুধবার, ১৫ আগস্ট ২০১৮ | ৫৭০

ফকিরহাট উপজেলার সর্বত্র ১৫আগস্টের অঙ্গিকার শোককে শক্তিতে পরিনত করার। এই প্রতিপাদ্য বিষয় নিয়ে জাতির জনক বঙ্গবন্ধু মরহুম শেখ মুজিবুর রহমানের ৪৩তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে।

সকালে ৭টায় বেতাগা ইউনিয়ন আওয়ামী লীগ সহ সকল সহযোগী সংগঠনের উদ্যোগে ১কিলোমিটার লম্বা ১টি বিশাল র‌্যালী এলাকার প্রধান প্রধান সড়ক প্রদিন শেষে বঙ্গবন্ধু ভবনে আলোচনা সভা বুধবার সকালে অনুষ্ঠিত হয়েছে। ইউনিয়ন আ.লীগের সভাপতি দুলাল চন্দ্র দাশ এর সভাপতিত্বে ও উদযাপন কমিটির আহবায়ক মোঃ নাজমুল হুদার পরিচালনায় প্রধান অতিথি ছিলেন, উপজেলা আ.লীগের সভাপতি স্বপন দাশ।

এসময় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন, সাধারন সম্পাদক মোঃ ইউনুস আলী শেখ, আ.লীগ নেতা আনন্দ কুমার দাশ, যুবলীগের সাধারন সম্পাদক মোঃ ইমরুল হাসান, স্বেচ্ছাসেবকলীগের সভাপতি অলিপ কুমার দাশ, ছাত্রলীগের সভাপতি মিরাজুল ইসলাম, উপজেলা মহিলা লীগের সভাপতি মলিকা রানী দাশ, ইউনিয়ন মহিলা লীগের সভাপতি নিলুফার ইয়াসমিন, পরে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

লখপুর ইউনিয়ন আ.লীগের উদ্যোগে দলীয় কার্যালয়ে মোঃ আবুল হোসেন এর সভাপতিত্বে ও সাধারন সম্পাদক এমডি সেলিম রেজার পরিচালনায় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন সহ-সভাপতি মোঃ খলিলুর রহমান, সাংগঠনিক সম্পাদক শেখর রঞ্জন দেবনাথ, যুবলীগ নেতা জাহিদ ইকবাল সেলিম শেখ, কৃষকলীগ নেতা এম পারভেজ আজাদ, স্বেচ্ছাসেবকলীগ নেতা রফিবকুল ইসলাম রেজা। এর পূর্বে লখপুর ইউনিয়ন পরিষদ মিলনায়তনে অনুরুপ সভা অনুষ্ঠিত হয়েছে। চেয়ারম্যান মোঃ আবুল হোসেনের সভাপতিত্বে ও সচিব মোঃ মোয়াজ্জেম হুসাইন এর পরিচালনায় সকল শিা প্রতিষ্ঠানের প্রধানগনেরা বক্তৃতা করেন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
  • নির্বাচিত